ETV Bharat / city

Abhishek Banerjee : অভিষেককে জিজ্ঞাসাবাদে দিল্লি থেকে কলকাতায় তিন আধিকারিক, তৈরি হচ্ছে প্রশ্নমালা

author img

By

Published : Sep 1, 2022, 7:48 PM IST

Updated : Sep 1, 2022, 8:28 PM IST

enforcement-directorate-prepares-questions-to-interrogate-abhishek-banerjee-in-coal-smuggling-scam
Abhishek Banerjee অভিষেককে জিজ্ঞাসাবাদে দিল্লি থেকে কলকাতায় তিন আধিকারিক, তৈরি হচ্ছে প্রশ্নমালা

কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) দু’বার ইডির দিল্লির অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ শুক্রবার আবার তাঁকে ডেকেছে ইডি ৷ এবার জিজ্ঞাসাবাদ হবে কলকাতায় ৷ তার আগে তাঁকে কী কী প্রশ্ন করা হবে, তা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিলেন ইডির (ED) আধিকারিকরা ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর : আগামিকাল, শুক্রবার কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কী কী প্রশ্ন করা হবে, সেই প্রস্তুতিতেই আপাতত ব্যস্ত ইডির আধিকারিকরা ৷

এর আগে ইডির দিল্লির অফিসে গিয়ে দু’বার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের এই তরুণ নেতা ৷ এবারই প্রথম তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির তলবে হাজিরা দিতে যাচ্ছেন ৷ কারণ, কলকাতার বদলে কেন তাঁকে দিল্লিতে ডাকা হচ্ছে, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ৷ তার পর আদালতই তাঁকে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় ৷

সিজিও কমপ্লেক্সে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ইডির (ED) দিল্লির সদর দফতর থেকে তিন সদস্যের একটি দল ইতিমধ্যে কলকাতায় এসেছে ৷ ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে ওই তিন ইডি আধিকারিক সিজিও কমপ্লেক্সে যান ৷ সেখানে কয়লা পাচার কাণ্ডের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন ৷ অভিষেককে কী কী প্রশ্ন করা হবে, সেখানে তা নিয়ে আলোচনা হয় ৷

কী কী প্রশ্ন করা হবে অভিষেককে ? ইডি সূত্রে খবর, তাঁর কাছে জানতে চাওয়া হবে যে কয়লা পাচারের টাকা থেকে তিনি আদৌ কোনও সময় লাভবান হয়েছিলেন কি না ? কেন এই প্রশ্ন করা হবে ? ইডির ওই সূত্র জানাচ্ছে যে এর কারণ কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার পুরুলিয়ার একটি অফিসে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র উদ্ধার করেছিল ইডি । সেই তথ্য থেকেই গোয়েন্দারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পেয়েছিলেন ।

সূত্রের খবর, এরপরে দিল্লির সদর দফতরের অন্যান্য উচ্চপদস্থ ইডি কর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন । তার পরই এই প্রশ্নগুলি করা নিয়ে আলোচনা হয় ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে কোন কোন প্রশ্ন করা হবে, সেই নিয়ে চলে এই বৈঠক ।

আরও পড়ুন : নাচব নাকি! অভিষেককে ইডি তলব নিয়ে প্রতিক্রিয়া অনুব্রতর

Last Updated :Sep 1, 2022, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.