ETV Bharat / city

Coal Smuggling Case কয়লাপাচার কাণ্ডে অভিষেকের শ্যালিকাকে দিল্লিতে তলব ইডির

author img

By

Published : Aug 30, 2022, 3:07 PM IST

Updated : Aug 30, 2022, 4:25 PM IST

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকাকে তলব করল ইডি (ED) । তাঁকে 5 সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে ৷

Coal smuggling case
ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পর এবার তাঁর শ্যালিকাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED) । তবে তাঁদের দু'জনকে দুই শহরে তলব করা হয়েছে ৷

মঙ্গলবারই কয়লাপাচার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি (ED Summons Abhishek Banerjee) ৷ 2 সেপ্টেম্বর তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আর এই একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে দিল্লিতে তলব করেছে ইডি (ED Summons Sister in Law of Abhishek Banerjee) ৷ তাঁকে 5 সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই ইডি'র গোয়েন্দারা কিছু তথ্য পেয়েছেন ৷ তাঁদের অনুমান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর শ্যালিকা মেনকার আর্থিক লেনদেন হয়েছে (Sister in Law of Abhishek Banerjee) । ফলে তাঁদের দু'জনকেই ফের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় । তদন্তকারীদের ধারণা, মেনকার মাধ্যমে কয়লা পাচারের টাকা একাধিক ব্যবসায়ী মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্কক-মালয়েশিয়া-সহ একাধিক জায়গায় টাকা পাঠিয়েছেন ৷

আরও পড়ুন: কয়লাপাচারকাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ইডির

সূত্রের খবর, মেনোকাকে ইডি দিল্লিতে তলব করার পর ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি । কয়লাপাচার থেকে অভিষেক, তাঁর শ্যালিকা ও অভিষেক ঘনিষ্ঠ আরও অনেকে লাভবান হয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা ৷ তদন্তে নেমে একে একে এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে ইডি মনে করছে ।

Last Updated : Aug 30, 2022, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.