ETV Bharat / city

Krishna Kalyani gets ED Notice: বিজেপি ঘুরে তৃণমূলে ফেরা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে এবার নোটিশ ইডি-র

author img

By

Published : Jul 29, 2022, 5:31 PM IST

ED serves notice to PAC chairman Krishna Kalyani
বিজেপি ঘুরে তৃণমূলে ফেরা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে এবার নোটিশ ইডি-র

এ বার বিজেপি ঘুরে তৃণমূলে ফেরা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিশ পাঠাল ইডি (Krishna Kalyani gets ED Notice)৷

কলকাতা, 29 জুলাই: আর্থিক বেনিয়ম এবং টাকার লেনদেনের অভিযোগে এ বার পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে (PAC chairman Krishna Kalyani) নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Krishna Kalyani gets ED Notice)। জানা গিয়েছে, আর্থিক বেনিয়মের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে । প্রয়োজনে তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে ।

2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত সময়ে দুটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে । সেই ঘটনার তদন্তে নেমে এ বার তাঁকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

জানা গিয়েছে, দুটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন সংক্রান্ত আর্থিক লেনদেনের হিসেব চাওয়া হয়েছে ইডির তরফে । পাশাপাশি ওই চিঠিতে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক উল্লেখ করেছেন যে, 2002 সালে আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের 50 নম্বর ধারার ভিত্তিতে ওই নোটিশ পাঠানো হয়েছে ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জিতলেও তার মাত্র কয়েক মাস পরেই তিনি ফের স্বমহিমায় তাঁর আগের দল তৃণমূলে যোগ দেন । কিন্তু তিনি কেন তৃণমূলে যোগ দেন, সে নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছে রাজ্যের রাজনীতিতে ।

আরও পড়ুন: পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকেই গরহাজির কৃষ্ণ কল্যাণী

ইডি সুত্রের খবর, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হোটেলে রায়গঞ্জের বিধায়ক কল্যাণীকে সে বার তৃণমূলে যোগদান করান তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.