ETV Bharat / city

ED Questioning Abhishek : সুপ্রিম কোর্টে আর্জি খারিজ, কয়লাকাণ্ডে আবারও ম্যারাথন জেরার মুখে অভিষেক

author img

By

Published : Mar 21, 2022, 5:55 PM IST

কয়লাকাণ্ডে নয়াদিল্লিতে ইডি-র অফিসে সোমবার সকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে (ED Questioning TMC Leader Abhishek Banerjee in Coal Scam Case) ৷ যদিও কলকাতায় ইডির মুখোমুখি হওয়ার আবেদন নিয়ে এদিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ কিন্তু শীর্ষ আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে (Supreme Court Rejects Abhishek Banerjee's Plea on Coal Scam Case) ৷

ed-questioning-tmc-leader-abhishek-banerjee-in-coal-scam-case
ED Questioning Abhishek : সুপ্রিম কোর্টে আর্জি খারিজ, কয়লাকাণ্ডে আবারও ম্যারাথন জেরার মুখে অভিষেক

নয়াদিল্লি, 21 মার্চ : কয়লাকাণ্ডের ফের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ED Questioning TMC Leader Abhishek Banerjee in Coal Scam Case) । দিল্লিতে ইডির সদর দফতরে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আধিকারিকদের মুখোমুখি হন তিনি । গতকালই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন । সকাল 11টার কিছু সময় আগেই তিনি ইডির দফতরে হাজির হন । সেই থেকেই বিকেল পেরিয়ে গেলেও জিজ্ঞাসাবাদ চলছে ।

এদিন ইডির দফতরে যাওয়ার আগে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোমবার দিনের শুরুতেই দিল্লিতে ইডির তলবের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা । কিন্তু তাঁদের সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court Rejects Abhishek Banerjee's Plea on Coal Scam Case) ।

সুপ্রিম কোর্টে করা আবেদনে তৃণমূল সাংসদ জানিয়েছিলেন যে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নয়, কলকাতায় ইডির দফতরে ডাকা হোক তাঁদের । আগেই এই একই আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক । কিন্তু তা খারিজ হওয়ার পরই ফের অভিষেককে নোটিস পাঠায় ইডি (Enforcement Directorate) ।

সেই রায়কে চ্যালেঞ্জ করেই এদিন একই আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ । কিন্তু এদিন সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ করেনি । আবেদন গ্রহণ না করার কারণ হিসেবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, তাদের হাতে অনেক মামলা থাকায়, তারা অভিষেকের মামলাটি গ্রহণ করতে পারছে না ।

এরপরই তিনি সোজা চলে আসেন ইডির দফতরে । সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করায় ইডির দফতরে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় । ইডি-র দফতরে পৌঁছানোর কিছু সময়ের মধ্যেই শুরু হয় জেরা । সূত্রের খবর, ইডির দফতরের তিনতলার একটি ঘরে তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করা চলছে ।

ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ তাঁদের হাতে এসেছে । দু’টি বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্টে নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের । সে ব্যাপারে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারেও বলেও সূত্রের খবর । শুধু অভিষেকই নন, রুজিরাকেও তলব করা হয়েছে । ইডির তলবে সাড়া দিয়েই রবিবারই সস্ত্রীক দিল্লিতে যান অভিষেক । রবিবার দিল্লি রওনা হওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি স্পষ্ট ভাষায় বললেন, ‘‘বাংলায় হেরে বদলা নিচ্ছে বিজেপি । সুপ্রিম কোর্টে যাব ।’’

এ প্রসঙ্গে ডায়মন্ডহারবারের সাংসদ রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমি অগস্ট মাসে হাইকোর্টে আপিল করেছিলাম । নভেম্বর পর্যন্ত চার মাস শুনানি হয়েছে । এরপর তিন মাস রায় স্থগিত করে রাখা হয় । এরপর 10 মার্চ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা হয় । চার রাজ্যে জেতে বিজেপি । এরপরের দিন 11 তারিখ হঠাৎ করে রায় দেওয়া হয়, আমার আবেদন খারিজ । যদিও আমি সুপ্রিম কোর্টে যাব । উচ্চ আদালতে যাওয়ার রাস্তা আমার খোলা রয়েছে এবং সর্বোচ্চ বিচার ব্যবস্থার উপর আমরা আস্থাশীল ।’’

কিন্তু এদিন অভিষেকের আবেদন সুপ্রিম কোর্টও খারিজ করে দিল । এখন দেখার অভিষেকের এই জিজ্ঞাসাবাদ পর্ব কতক্ষণ পর্যন্ত চলে ।

আরও পড়ুন : ED Notice To Abhishek: আত্মসমর্পণ করব না, ইডির ডাকে দিল্লি যাওয়ার আগে বার্তা অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.