ETV Bharat / city

Durga Puja 2022: ধ্বংসের মাঝেও মাথা তুলছে 'আশ্রয়', এবারেও চমক বেহালা নূতন দলের

author img

By

Published : Sep 12, 2022, 9:02 PM IST

behala nutan dal durga puja
ETV Bharat

57তম বর্ষে বেহালা নূতন দলের এবারের পুজোর থিম 'আশ্রয়' (Durga Puja theme of Behala Natun Dal) ৷ শিল্পী অয়ন সাহার পরিকল্পনায় মণ্ডপ ও দেবী প্রতিমায় থাকছে চমক (Behala Natun Dal Durga Puja) ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর: গত দু'বছর ধরে করোনা অতিমারির জেরে ক্ষত-বিক্ষত হয়েছে মানব জীবন । করোনা অতিমারির জেরে তোলপাড় মানুষের জীবন যাত্রা । কাজ, আশ্রয়, এমনকি জীবনও হারিয়েছেন বহু মানুষ ৷ এরপরও রয়েছে নানা প্রাকৃতিক বিপর্যয় ৷ যা কেড়ে নিচ্ছে মানুষের মাথার ছাদটাও । কিন্তু জীবন তো বহমান ৷ ধ্বংসের মধ্যেও মাথা তুলছে নয়া 'আশ্রয়' ৷ নতুন সূচনার বার্তা নিয়ে আসছে দুর্গাপুজোও (Durga Puja 2022) ৷

আর এই প্রেক্ষিতে বেহালা নূতন দলের এবারের পুজোর থিম 'আশ্রয়' (Durga Puja theme of Behala Natun Dal) ৷ এবছর 57তম বর্ষে পা-দিচ্ছে এই ক্লাবের দুর্গাপুজো (Behala Natun Dal Durga Puja) ৷ নূতন দলের এবারের মণ্ডপ ও প্রতিমা তৈরির দায়িত্বে আছেন শিল্পী অয়ন সাহা ৷ বেহালার চারপাশে রাস্তায় বেশ কিছুদিন ধরে কাজ চলছে । বহু বাড়ি নির্মাণের কাজও হচ্ছে । এইসব ক্ষেত্রে নষ্ট হওয়া পাথর, বোল্ডার দিয়েই সাজছে নূতন দলের মণ্ডপ (Behala Natun Dal)।

'আশ্রয়', এবারেও চমক বেহালা নূতন দলের

আরও পড়ুন: দু’বছর পর বেড়েছে পুজো সংখ্যার বিক্রি, আশায় ব্যবসায়ীরা

ক্লাবকর্তা দ্বৈপায়ন বন্দ্যোপাধ্যায় তাদের পুজো ভাবনা প্রসঙ্গে বলেন, "করোনার সময় আমরা অনেক কিছু হারিয়েছি । তবে তার মধ্যে দিয়েও বেশকিছু আশ্রয় আমরা খুঁজে পেয়েছি । এবারেও দর্শকদের জন্য নতুনত্ব থাকছে বেহালা নূতন দলের পুজোয় ।" শিল্পী অয়ন সাহার কথায়, "অণু-পরমাণু ভেঙে যে শক্তি তৈরি হচ্ছে সেই শক্তির উৎস থেকেই এখানে দেবীকে কল্পনা করা হয়েছে ৷ একটি বাড়ি তৈরি করতে যেসব সামগ্রীর প্রয়োজন হয়, সেসব ব্যবহার করা হচ্ছে দেবীর সাজসজ্জায় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.