ETV Bharat / city

Durga Puja 2022: আলিমুদ্দিন স্ট্রিটে তৌসিফদের উদ্যোগে জমজমাট দুর্গাপুজো

author img

By

Published : Sep 30, 2022, 5:42 PM IST

প্রায় 16 বছরের বেশি বন্ধ হয়ে যাওয়া পুজো শুরু করলেন তৌসিফ, আশরাফরা ৷ তাঁদের এই উদ্যোগে খুশি সেখানে থাকা একমাত্র হিন্দু পরিবার (Alimuddin Street Durga Puja)।

Alimuddin Street Durga Puja
আলিমুদ্দিন স্ট্রিটে তৌসিফদের উদ্যোগে দুর্গাপুজো

কলকাতা, 30 সেপ্টেম্বর: অলিমুদ্দিন স্ট্রিটে একসময় বসবাসকারী বেশ কয়েকটি হিন্দু পরিবার শুরু করেছিলেন দেবী দুর্গার আরাধনা (Alimuddin Street Durga Puja) । প্রতি বছর ধুমধাম করেই তা হতো । তবে সময়ের সঙ্গে তারা অন্য জায়গায় নতুন বাড়ি করে চলে গিয়েছেন । ফলে আচমকাই সেই পুজো বন্ধ হয়ে যায় । এখন আলিমুদ্দিন স্ট্রিটে একটি মাত্র হিন্দু পরিবারের বসবাস । প্রায় 16 বছরের বেশি সময় হলো বন্ধ হয়ে গিয়েছিল এই পুজো । তবে তৌসিফ, আশরাফরা উদ্যোগ নেন সেই বন্ধ হয়ে যাওয়া পুজো ফের নতুন করে চালু করতে । তাতে স্বাভাবিকভাবেই আপ্লুত সেখানে থাকা একমাত্র হিন্দু পরিবার ।

আরও পড়ুন: শ্রদ্ধানন্দ পার্ক যেন গ্রিসের ‘স্যান্টরিনি’ শহর

যখন নানা প্রান্তে জাতপাত নিয়ে বৈষম্যের অভিযোগ ওঠে । বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটে যায় । তখন যেন সম্প্রীতির বার্তা বাহক হিসেবে উৎসবের কলকাতায় উঠে আসছে তৌসিফরা।

ঠাকুর আনা থেকে বেদী ও প্যান্ডেল সাজানোর এখন ওরা ব্যস্ত । লাগানো হচ্ছে লাইট । ঢাকের সাজে মায়ের অপরূপ মাতৃ প্রতিমা দেখলে মনে হবে কোনও বনেদিবাড়ির ঠাকুর । সব ঝড় কাটিয়ে ফের গত চর বছর থেকে ধুমধাম করে পুজো হচ্ছে । এবার ইউনেসকো স্বীকৃতি মিলেছে তাই এবার তাদের পুজো বেশ বড় করেই হচ্ছে ।

আলিমুদ্দিন স্ট্রিটে তৌসিফদের উদ্যোগে দুর্গাপুজো

আরও পড়ুন: উইকেন্ড থেকেই শুরু ঠাকুর দেখা ? এই প্রতিমাগুলি দেখতে ভুলবেন না কিন্তু

তৌসিফ রহেমান জানাচ্ছেন, এই বাংলার মাটি আমাদের সর্বদা ঐক্যের বার্তা দিয়েছে । ছোট্ট থেকে দুর্গা পুজোয় আনন্দ করেছি । এটা উৎসব । তাই ধর্মের বেড়াজাল থাকে না । কখনও মনে করি না, আমি কোন ধর্মের । সকলে মিলে আনন্দে গা ভাসাই । এটাই কাম্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.