ETV Bharat / city

Durga Puja Immersion Carnival: কার্নিভালে শেষ মুহূর্তে বাদ সোনাগাছি, হস্তক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

author img

By

Published : Oct 6, 2022, 7:36 PM IST

Updated : Oct 6, 2022, 8:39 PM IST

শেষ মুহূর্তে কলকাতার বিসর্জনের কার্নিভালে (Durga Puja Immersion Carnival) অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হয়েছে যৌনকর্মীদের সন্তানদের ৷ সমস্যা সমাধানের আশায় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল সোনাগাছির (Sonagachi) দুর্বার মহিলা সমন্বয় কমিটি (Durbar Mahila Samanwaya Committee) ৷

Durbar Mahila Samanwaya Committee send letter to CM for performing in Durga Puja Immersion Carnival
Durga Puja Immersion Carnival: কার্নিভালে শেষ মুহূর্তে বাদ সোনাগাছি, হস্তক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

কলকাতা, 6 অক্টোবর: গত দেড়-দু'মাসের রিহার্সাল কি তবে বিফলে যাবে ? বৃহস্পতিবার সকাল থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে সোনাগাছির (Sonagachi) দুর্বার মহিলা সমন্বয় কমিটির (Durbar Mahila Samanwaya Committee) সাংস্কৃতিক শাখা কোমল গান্ধার ৷ এ বছরের দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালে (Durga Puja Immersion Carnival) কলকাতার রেড রোডে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছিলেন যৌনকর্মীদের ছেলেমেয়েরা ৷ গত দেড়-দু'মাস ধরে প্রতি শনিবার রিহার্সালও চলছিল ৷ কার্নিভালের মাত্র দু'দিন আগে বৃহস্পতিবার ফাইনাল রিহার্সাল দেওয়ার কথা ছিল তাঁদের ৷ কিন্তু, এদিন সন্ধ্যা পর্যন্ত সেই রিহার্সাল হয়নি বলেই শোনা যাচ্ছে ! কারণ কী ?

প্রসঙ্গত, এর আগে দুর্গাপুজোর কার্নিভালে অনুষ্ঠান করার সুযোগ পাননি যৌনকর্মীদের সন্তানরা ৷ কিন্তু, এ বছর আলিপুর 78 পল্লি দুর্গোৎসব কমিটির উদ্যোগে সেই সুযোগ আসে ৷ তাই রিহার্সালে কোনও খামতি রাখেননি যৌনকর্মীদের ছেলেমেয়েরা ৷

আরও পড়ুন: শিলিগুড়ির দুর্গাপুজোর বিসর্জন ও কার্নিভালের ওপর কড়া নজরদারি পুলিশের

উল্লেখ্য, কলকাতার এই কার্নিভালে অংশ নিতে হলে যে কোনও পুজো কমিটিকেই বিশ্ব বঙ্গ শারদ সম্মান পেতে হয় ৷ বস্তুত, এই সম্মানই হল কার্নিভালে অংশগ্রহণের ছাড়পত্র ৷ এর আগে তিন বছর আলিপুর 78 পল্লি দুর্গোৎসব কমিটি সেই ছাড়পত্র পেয়েছে ৷ কিন্তু, এবছর তারা বিশ্ব বঙ্গ শারদ সম্মান পায়নি ৷ দুর্গাপুজোর কার্নিভালে যে 100টি পুজো কমিটিকে সুযোগ দেওয়া হয়, সেই তালিকায় এখনও পর্যন্ত আলিপুর 78 পল্লির নাম ওঠেনি ৷ আর তার জেরেই যৌনকর্মীদের ছেলেমেয়েদের হাত থেকে কার্যত যেতে বসেছে রেড রোডে অনুষ্ঠান করার সুযোগ ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে তাঁর হস্তক্ষেপ চেয়েছে আলিপুর 78 পল্লি দুর্গাপুজো কমিটি ও দুর্বার মহিলা সমন্বয় কমিটি ৷

কার্নিভালে শেষ মুহূর্তে বাদ সোনাগাছি

সংশ্লিষ্ট পুজো কমিটির সম্পাদক সৌরভ মজুমদার ইটিভি ভারতকে বলেন, "যৌন পল্লির মাটি দিয়েই দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয় ৷ সেই যৌন পল্লিকে সম্মান ও স্বীকৃতি দিতেই আমরা দুর্বারের কোমল গান্ধারকে দিয়ে অনুষ্ঠান করানোর চেষ্টা করেছি ৷ কিন্তু জানি না সেই চেষ্টা বিফলে যাবে কি না ! কারণ, আমরা এবার বিশ্ব বাংলা শারদ সম্মান পাইনি ৷ ফলে আমরা কার্নিভালে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি ৷ ইতিমধ্যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, যাতে আমাদের কার্নিভালে অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয় ৷ যাতে যৌনকর্মীদের ছেলেমেয়েরা তাঁদের দক্ষতা তুলে ধরার সুযোগ পান ৷"

যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির অন্যতম নেত্রী মহাশ্বেতা মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "আমরা সরাসরি কার্নিভালে পারফর্ম করার সুযোগ না পেলেও আলিপুর 78 পল্লির মাধ্যমে সেই সুযোগ পাওয়ার আশায় ছিলাম ৷ আমাদের ছেলেমেয়েরা নিয়মিত রিহার্সালেও যাচ্ছিল ৷ কিন্তু শেষ মুহূর্তে সুযোগ না পাওয়ার খবর পেয়ে আমরা হতাশ ৷ তবুও আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি ৷ আশা করি, তিনি কিছু একটা ব্যবস্থা করবেন ৷"

Last Updated : Oct 6, 2022, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.