ETV Bharat / city

RSS Chief Mohan Bhagwat : সঙ্ঘ প্রধানের সঙ্গে দিলীপ ঘোষ ও সুভাষ সরকারের বৈঠক, জল্পনা বিজেপির অন্দরে

author img

By

Published : Feb 16, 2022, 9:00 PM IST

Union President Mohan Bhagwat
মোহন ভাগবতের সঙ্গে দিলীপ ঘোষ ও সুভাষ সরকারের বৈঠক

কেশব ভবনে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে স্বাক্ষাত দিলীপ ঘোষ-সুভাষ সরকারে । জল্পনা বিজেপির অন্দরে । তা হলে কি গোষ্ঠী দ্বন্দ্ব থামাতে বিজেপির শীর্ষ পদে বড় কোনও রদবদল হতে পারে (RSS Chief Mohan Bhagwat ) ?

কলকাতা, 16 ফেব্রুয়ারি : রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত সোমবার কেশব ভবনে বৈঠক করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুভাষ সরকারের সঙ্গে । এটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে বিজেপির অন্দরে । ঠিক কী কারণে তাদের‍ তলব করা হয়েছিল তা নিয়েই বিজেপির অন্দরে বিশ্লেষণ শুরু হয়েছে (Subhas sarkar, Mohan bhagwat and Dilip ghosh Meting)।

সূত্রের দাবি, এই দুই শীর্ষ নেতা আরএসএস ঘনিষ্ঠ । দিলীপ ঘোষ আরএসএস-এর দীর্ঘদিন এর প্রচারক ছিলেন । আবার সুভাষ সরকারও আরএসএস ঘনিষ্ঠ । কিন্ত মোহন ভাগবতের সঙ্গে রাজ্য বিজেপির এই দুই শীর্ষ নেতৃত্বের বৈঠকে আলোচনার বিষয় কী ছিল তা নিয়ে প্রশ্ন । তাহলে কি পদ্ম শিবিরের অন্দরমহলের পরিবর্তন হবে ?

সূত্রের খবর, দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরানোর পর থেকেই বঙ্গ বিজেপিতে চাপান উতোর চলছে । অন্যদিকে, সুকান্ত মজুমদার নতূন রাজ্য কমিটির সভাপতি ঘোষণার পর থেকেই আগুনে ঘি দেওয়ার মত সমস্যা চলছে । আর এই নিয়েই ক্ষুব্ধ আরএসএস । নাগপুর অনেক আগেই এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন । তবে কী পদ্ম শিবেরের মধ্যে চাপান উতোর কি বাইরেও ছডিয়েছে । তা নিয়েই কি দিলীপ ঘোষ এবং সুভাষ সরকারের থেকে রিপোর্টে চাইলেন মোহন ভাগবত ? তবে কি বিজেপির শীর্ষ নেতৃত্ব কাজে ক্ষুব্ধ সঙ্ঘপ্রধান ?

আরও পড়ুন: WB Civic Polls 2022 : পৌরনিগমের ভোটের মামলায় কমিশন ও রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের

এ প্রসঙ্গেই বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমি মোহন ভাগবতজি কে প্রমাণ করতে গিয়েছিলাম । উনি কলকাতায় এসেছিলেন । প্রতিবারে উনি যখন কলকাতায় আসে আমি দেখা করি । এটা আর নতূন কিছু নয় ।" অন্যদিকে, বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে সরানোর দাবি তুলেছেন বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী । এই বিষয়ে বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকজন আরএসএস-এর নেতাদের কাছে দরবার করেন । আরএসএস সূত্রে খবর, আরও দুই জন সংগঠন মন্ত্রীকে বাংলায় সংগঠনের কাছে দায়িত্ব দেওয়া হতে পারে । সেই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত কি নেওয়া হবে এবার ? না কি অমিতাভ চক্রবর্তীই বাংলার সংগঠনে মাথায় থাকবেন । সেটাও দেখার । তবে এবার প্রায় ৯ দিনের সফরে সংগঠনের কাজে রাজ্যে রয়ছেন মোহন ভাগবত । যা সম্প্রতিকালে রের্কড ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.