ETV Bharat / city

St Xavier Controversy বিকিনি বিতর্কে অধ্যাপিকার অভিযোগ নস্যাৎ সেন্ট জেভিয়ার্স উপাচার্যের

author img

By

Published : Aug 20, 2022, 11:02 PM IST

Etv Bharat
Etv Bharat

সোশাল মিডিয়াতে ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা (Professor Resignation Row)। এই কারণেই চাকরি থেকে বরখাস্ত হতে হয়েছে তাঁকে । অধ্যাপিকার এই দাবিকেই কার্যত নস্যাৎ করে দিয়েছেন উপাচার্য (St Xavier VC) ৷

কলকাতা, 20 অগস্ট: বিকিনি পরে ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা (Professor Resignation Row) ৷ আর সেটাই হয়েছিল তাঁর অপরাধ ! অধ্যাপিকার অভিযোগ, এই কারণেই চাকরি থেকে বরখাস্ত হতে হয়েছে তাঁকে । সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিকতার জোয়ারে ভাসছে মানুষ ৷ পোশাক থেকে পেশায় এসেছে পরিবর্তন ৷ আধুনিকতার আঁচ আজ সব জায়গায় ৷ কিন্তু রুচি ভাবনা সত্যিই কি আধুনিক হয়েছে ? ঠিক দশদিন পর এই বিতর্কে মুখ খুলল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ কিন্তু প্রশ্নের উত্তর স্পষ্ট হল না ৷

সেন্ট জেভিয়ার্সের উপাচার্য ফাদার ফেলিক্স রাজ (St Xavier VC Father Felix Raj) জানিয়ে দিলেন, ওই অধ্যাপিকাকে 'চাকরি ছাড়া'র জন্য জোর করা হয়নি (Did not force teacher to resign) ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংবাদসংস্থাকে বলেন, "সেন্ট জেভিয়ার্স একটি পবিত্র জায়গা ৷ আমরা ওই জায়গার পবিত্রতা বজায় রাখতে বদ্ধপরিকর ৷ একই সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষক, অশিক্ষক কর্মচারী, ছাত্র এবং অন্যান্যদের সম্মান বজায় রাখতেও সচেষ্ট ৷"

ওই অধ্যাপিকার অভিযোগ ছিল, সোশাল মিডিয়াতে ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন । তবে এই সবই তাঁর চাকরি জীবনের আগে । কিন্তু সেই আনন্দ মুহূর্তই অধ্যাপিকার জীবনে বাধা হয়ে দাঁড়ায় 2021 অক্টোবর মাসে । আচমকাই স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে তাঁকে জানানো হয়, সম্প্রতি এক ছাত্রের বাবা অভিযোগ তুলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে । এমনকী তিনি অভিযোগ তুলে ওই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর করারও পরিকল্পনা নেয় । আর তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপিকাকে নিজে থেকেই পদত্যাগ করতে বলেন ।

আরও পড়ুন : স্যুইমস্যুট পরা ছবি পোস্ট করে বিকিনি-কাণ্ডের প্রতিবাদ পরমার

অধ্যাপিকার এই দাবিকেই কার্যত নস্যাৎ করে দিয়েছেন উপাচার্য ৷ তিনি বলেন, "বিশেষভাবে উল্লেখ্য যে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, কোনও শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করেনি । এটা ভাবাও অত্যন্ত অপমানজনক যে সেন্ট জেভিয়ার্স কোনও শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করবে ৷ সেন্ট জেভিয়ার্স সর্বদা উদার মূল্যবোধের পক্ষেই দাঁড়িয়েছে ৷ কোনও ছাত্র বা কর্মীদের উপর নৈতিক আচরণবিধি চাপিয়ে দেয়নি ।"

একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ শৃঙ্খলারক্ষা কমিটির কাছেই অধ্যাপিকা জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরেই বেশ কিছু ছাত্র এবং তাঁদের অভিভাবকরা তাঁকে সামাজিক মাধ্যমে অনুসরণ করছেন ৷ ফলে তাঁদের কাছে ব্যক্তিগত ছবিগুলি দেখার সুযোগও রয়েছে ৷ তিনি নিজে একটি চিঠি দিয়েও সামাজিক মাধ্যমে এহেন আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন ৷ ঠিক তার পরদিনই তিনি তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন ৷ ফলে উপাচার্যের এহেন উক্তিতে বিকিনি-বিতর্ক আরও খানিক উস্কে দিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.