ETV Bharat / city

Mamata on Hunger Strike চাকরিপ্রার্থীদের অনশন চললেও শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী জানালেন নিয়োগে সময় লাগবে

author img

By

Published : Sep 5, 2022, 6:18 PM IST

Despite hunger strike of job seekers, Mamata Banerjee buys time on teachers Day
চাকরিপ্রার্থীদের অনশন চললেও শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী জানালেন নিয়োগে সময় লাগবে

চাকরিপ্রার্থীরা যতই অনশন করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবসে জানিয়ে দিলেন যে, নিয়োগ প্রক্রিয়ায় সময় লাগবে (Mamata on Hunger Strike)৷

কলকাতা, 5 সেপ্টেম্বর: নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে অনশন করছেন চাকরিপ্রার্থীরা (Mamata on Hunger Strike)। কখনও গান্ধি মূর্তি আবার কখনও অন্যত্র এই অনশন চলছে । তাঁদের একটাই দাবি, দুর্নীতিতে ভুক্তভোগী চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ করতে হবে । সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, রাজ্য সরকার এই ছেলেমেয়েদের চাকরি দিতে চাইলেও নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চাকরি হতে সময় লাগবে (Hunger strike of job seekers)।

এ দিন মমতা বলেন, 89 হাজার শিক্ষক নিয়োগ হবে (Teacher's Day)। সব তৈরি আছে । তবে চাকরি দেব বললেই চাকরি দেওয়া যায় না । প্রসেসে সময় লাগে । সব কিছুতেই পিআইএল (জনস্বার্থ মামলা) হচ্ছে । ফলে প্রসেস করতে গিয়ে চাকরির স্কোপ কমে যাচ্ছে বলে মত মুখ্যমন্ত্রীর । তিনি আরও বলেন, "আমি চাকরি দিতে চাই । কেউ কেউ চাকরি বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে । সব কিছুতেই পিআইএল হচ্ছে । কেউ যদি মনে করেন ন্যায়বিচার পাননি, সেই ন্যায়বিচার আমাদের কাছেই পাবেন ।" মুখ্যমন্ত্রীর কথায়, কোনও কোনও মানুষ সব কিছুতেই পিআইএল করে উন্নয়নের প্রক্রিয়াকে ধীর করে দেয় । এর পিছনে তাঁদের ব্যক্তিস্বার্থ জড়িয়ে থাকে বলেও অভিযোগ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর ।

এ প্রসঙ্গে বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আমলের কথাও টেনে আনেন মুখ্যমন্ত্রী । এ ক্ষেত্রে তিনি বোঝান, তাঁর সরকার কতটা মানবিক । একটা সময় ছেলেমেয়েরা বসেছিল রাস্তায় । আমার সঙ্গে দেখা হয়েছিল । আমি বলেছিলাম, তখন এঁদের কয়েকজন আছে ৷ এঁদের চাকরি করে দিন । তখনকার এডুকেশন মিনিস্টার বলেছেন, এদের নম্বর পারমিট করছে না । তাও আমি বলেছিলাম, দিন না করে ! বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কী আর হবে । এই করে করে আমি কিন্তু করেছিলাম ।"

আরও পড়ুন: আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপর, মন্তব্য মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে তিনি বলেন, "আমি চাই সকলের চাকরি হোক । তাই কখনও কখনও তাঁদের হয়ে অতিরিক্ত পীড়াপীড়ি করি । এর জন্যই আপনারা আমাকে হয়তো বেশি কথা শোনান ।" তিনি বলেন, "হাতের পাঁচটা আঙুল সমান হয় না । সমাজে ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে । কী একটা খারাপ মানুষ, খারাপ কাজ করল, তার জন্য পুরো সমাজটাকে কুত্‍সা করে ক্ষোভ উগরে দিলাম । আর সবাইকে একই জায়গায় ফেললাম, তা হয় না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.