ETV Bharat / city

কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু মহিলা কনস্টেবলের

author img

By

Published : Nov 6, 2019, 2:07 PM IST

ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে ৷ মৃত্যু হল এক মহিলা কনস্টেবলের ৷ হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানান রুনুদেবীর চিকিৎসার মতো পরিকাঠামো তাঁদের নেই । সেই কারণে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় । ওই দিন রাতেই রুনুদেবীকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

ডেঙ্গিতে মৃত্যু মহিলা কনস্টেবলের

বিধাননগর, 6 নভেম্বর: ডেঙ্গির থাবায় ফের মৃত্যু শহরে ৷ মৃত্যু হল আমহার্স্ট স্ট্রিট থানার এক মহিলা পুলিশ কর্মীর । অন্তঃসত্ত্বা থাকাকালীন কালীপুজার সময় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন মহিলা কনস্টেবল রুনু বিশ্বাস সরকার ।

পরিবারের অভিযোগ, প্রথমে তাঁর ডেঙ্গি ধরা পড়েনি । প্রসবের সময় 25 অক্টোবর তাঁকে VIP রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । 26 তারিখ রুনুদেবীর অস্ত্রোপচারের করার জন্য রক্তের নমুনা নেওয়ার পর চিকিৎসকরা বুঝতে পারেন তিনি ডেঙ্গিতে আক্রান্ত । শিশুর জন্ম হয়ে গেলেও রুনুর শারীরিক অবস্থার অবনতি ঘটে । হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানান রুনুদেবীর চিকিৎসার মতো পরিকাঠামো তাঁদের নেই । সেই কারণে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় । ওই দিন রাতেই রুনুদেবীকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই চিকিৎসারত অবস্থায় বুধবার সকালে মারা যান রুনুদেবী ।

রুনুর ভাই প্রদীপের দাবি, "আমরা এই কয়েক দিনে 30-35 বোতল রক্ত দিয়েছি । কিন্তু কোনওভাবে বোনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না । আচমকাই সকালে খবর আসে বোন মারা গিয়েছে ।"

বিধাননগর পুরনিগমের 18 নম্বর ওয়ার্ড এলাকায় এই প্রথম ডেঙ্গিতে মৃত্যু ৷ যদিও স্থানীয় কাউন্সিলরের দাবি, এই পাড়ায় নিয়ম মেনেই মশা মারার তেল ছড়ানো হয় । তারপরও কীভাবে ডেঙ্গি হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন । এই বিষয়ে বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ স্বাস্থ্য প্রণয় কুমার রায় জানিয়েছেন, "এই ঘটনা খুবই মর্মান্তিক । আমরা এখনই খোঁজ নিচ্ছি কীভাবে সবরকমের পরিকাঠামো থাকার পরেও ডেঙ্গিতে মৃত্যু ঘটল। স্থানীয় কাউন্সিলরকেও আমরা এই বিষয়ে লিখিত নোটিশ পাঠাব । পৌরনিগম থেকে ডেঙ্গি প্রতিরোধে সবরকমের পরিকাঠামো প্রতিটি ওয়ার্ডকেই দেওয়া হয়েছে । তারপরও কীভাবে ডেঙ্গির প্রভাব বিস্তার হয়েছে তা আমরা তদন্ত করব । এলাকার মানুষের মধ্যে আমরা সচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনে সচেতনতা শিবির গড়ে তুলব ।"

Intro:বিধাননগর, ৬ নভেম্বর: চিকিৎসার গাফিলতির জেরে ডেঙ্গিতে মৃত্যু হল আরমহার্স্ট স্ট্রিট থানার এক মহিলা পুলিশ কর্মীর। অন্তসত্বা থাকাকালীন কালীপূজার সময় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন আমাহার্স্ স্ট্রিট থানার মহিলা কনস্টেবল রুনু বিশ্বাস সরকার।



প্রথমে তার ডেঙ্গি ধরা পারেনি। ডেলিভারির সময় ২৫ অক্টোবর তাঁকে ভি আই পি রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ২৬ তারিখ রুনুদেবীর অপারেশন করার জন্য রক্তের নমুনা নেওয়ার পর চিকিৎসকরা বুঝতে পারেন তিনি ডেঙ্গিতে আক্রান্ত। সেই সময় শিশুর জন্ম হয়ে গেলেও রুনু দেবীর শারিরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানান তাদের হাসপাতালে রুনুদেবীর চিকিৎসা করার মতন পরিকাঠামো নেই। সেই কারণে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়। সেই কারণেই ওই দিন রাতেই রুনুদেবীকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় বুধবার সকালে মারা যান রুনুদেবী।
Body:রুনুর ভাই প্রদীপ বাবু জানিয়েছেন, "আমরা এই কয়েক দিনে ৩০-৩৫ বোতল রক্ত দিয়েছি। কিন্তু কোনও ভাবেও বোনের শারিরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। হঠাৎই সকালে খবর আসে বোন মারা গিয়েছে।" বিধাননগর পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ড এলাকাতে এই প্রথম ডেঙ্গিতে মারা যাওয়ার মতন ঘটনা ঘটে। যদিও স্থানীয় কাউন্সিলরের দাবি এই পাড়াতে নিয়ম মেনেই মশা মারার তেল ছড়ানো হয়। তারপরেও কি ভাবে এই ডেঙ্গির প্রভাব ছড়ালো তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই বিষয়ে বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ স্বাস্থ্য প্রণয় কুমার রায় জানিয়েছেন, "এই ঘটনা খুবই মর্মান্তিক। আমরা এখনই খোঁজ নিচ্ছি কিভাবে সব রকমের পরিকাঠামো থাকার পরেও ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল। স্থানীয় কাউন্সিলরকেও আমরা এই বিষয়ে লিখিত নোটিশ পাঠাবো। পুরনিগম থেকে ডেঙ্গি প্রতিরোধে সব রকমের পরিকাঠামো প্রতিটি ওয়ার্ডকেই দেওয়া হয়েছে। তারপরেও কিভাবে ডেঙ্গির প্রভার বিস্তার হয়েছে তা আমরা তদন্ত করব। এলাকার মানুষের মধ্যে আমরা সচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনে ক্যাম্প গড়ে তুলব।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.