ETV Bharat / city

Dengue Death in Kolkata: ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, নববধূর পর এবার মৃত্যু বৃদ্ধার

author img

By

Published : Sep 27, 2022, 1:24 PM IST

ফের ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা শহরে (Dengue Death in Kolkata)৷ এমআর বাঙুর হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত এক বৃদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ গতকাল রাতেই ডেঙ্গিতে প্রাণ গিয়েছে এক নববধূর (Dengue claims another life)৷

Dengue claims another life in Kolkata
ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, নববধূর পর এবার মৃত্যু বৃদ্ধার

কলকাতা, 27 সেপ্টেম্বর: ফের কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু (Dengue Death in Kolkata)। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেলেন 90 বছরের এক বৃদ্ধা । তাঁর নাম অঞ্জলি চক্রবর্তী । তিনি ভর্তি ছলেন এমআর বাঙুর হাসপাতালে । মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয় । এছাড়াও ডেঙ্গিতে মৃত্যু হয়েছে আরও এক নববধূর (Dengue claims another life)।

শহরে ডেঙ্গি পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হয়ে উঠছে ৷ একের পর এর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে ৷ মঙ্গলবার সকালে মৃত্যু হল এক বৃদ্ধার । পশ্চিম পুঁটিয়ারির বাসিন্দা অঞ্জলি চক্রবর্তীকে গত 5 সেপ্টেম্বর ভর্তি করা হয়েছিল হাসপাতালে । দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থেকেও শেষ রক্ষা হয়নি ৷ মঙ্গলবার ভোর 5টা 45 মিনিটে মৃত্যু হয় নবতিপর বৃদ্ধার ।

আরও পড়ুন: পুজোর মুখে বাড়ছে চিন্তা, ডেঙ্গিতে সোনারপুরে গৃহবধূর মৃত্যু

অন্যদিকে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আরও এক মৃত্যুর ঘটনা ঘটেছে সোনারপুরে । বিয়ের একবছরের মধ্যেই মৃত্যু হয় এক গৃহবধূর । মঙ্গলবার সকালে মৃত্যু হয় মৌমিতা ভট্টাচার্য নামে 26 বছরের যুবতীর । দক্ষিণ 24 পরগণার মজিলপুরের বাসিন্দা মৌমিতা ভট্টাচার্য । গত 24 সেপ্টেম্বর তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে । তখন তাঁকে ভর্তি করা হয় সোনারপুরের এক বেসরকারি হাসপাতালে । সেখানে সোমবার মাঝরাতে মৃত্যু হয় তাঁর । তবে তাঁর পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে মৌমিতার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.