ETV Bharat / city

KMC PAC Chairperson: কেএমসি-র পিএসি চেয়ারপার্সন হলেন বাম কাউন্সিলর মধুছন্দা দেব

author img

By

Published : Jun 28, 2022, 11:32 AM IST

CPIM Madhuchhanda Deb Elects as Chairperson of KMC PAC
CPIM Madhuchhanda Deb Elects as Chairperson of KMC PAC

কলকাতা পৌরনিগমের পিএসি চেয়ারপার্সন নির্বাচিত হলেন 92 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর মধুছন্দা দেব (CPIM Madhuchhanda Deb Elects as Chairperson of KMC PAC) ৷ কমিটির সকল সদস্যের সমর্থনে তাঁর নিয়োগে শিলমোহর দিয়েছেন পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় ৷

কলকাতা, 28 জুন: সর্বসম্মতিতে কলকাতা পৌরনিগমের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারপার্সন নির্বাচিত হলেন 92 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর মধুছন্দা দেব (CPIM Madhuchhanda Deb Elects as Chairperson of KMC PAC) ৷ পিএসি-র প্রথম বৈঠকে তাঁকে এই পদে নির্বাচিত করেছেন বাকি সদস্যরা ৷ কলকাতা পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায়ের নেতৃত্বে এ দিন বৈঠক হয় ৷ সেখানে ছিলেন পিএসি-র 7 সদস্য। তাঁদের মধ্যে 5 জন তৃণমূল কংগ্রেস, 1 জন বাম এবং 1 জন কংগ্রেস কাউন্সিলর ছিলেন ৷

রীতি মেনে বিরোধী দল থেকে একজনকে পিএসি চেয়ারম্যান করা হয় । সেই রীতি মেনেই তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বাম কাউন্সিলর মধুছন্দা দেবের নাম প্রস্তাব করেন ৷ সেই নামে সমর্থন জানিয়েছেন বাকি সদস্যরাও ৷ কলকাতা পৌরনিগমের পিএসি-র বাকি সদস্যরা হলেন, তৃণমূলের অসীম বসু, মহম্মদ আবু তারিক, মিতালী সাহা, সঞ্চিতা মিত্র এবং কংগ্রেসের সন্তোষ পাঠক ৷

প্রসঙ্গত, গত পিএসি বোর্ডে বিজেপি কাউন্সিলর বাপি ঘোষকে চেয়ারম্যান করা হয়েছিল ৷ কিন্তু, পরে তিনি শাসকদলে যোগ দেন ৷ তবে, পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেননি তিনি ৷ কাউন্সিলর পদেও থেকে গিয়েছিলেন ৷ ফলে দীর্ঘ সময় পিএসি-র বৈঠক হয়নি ৷

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: নয়া ওয়েবসাইট তৈরির আগে শহরবাসীর পরামর্শ চাইল কলকাতা পৌরনিগম

এ দিন মধুছন্দা দেব বলেন, ‘‘বাকি সদস্যদের সহযোগিতা চাই ৷ প্রতিবারই এই পদে বিরোধী কাউন্সিলর নির্বাচিত হন ৷ এ বার আমি এলাম ৷ সকলে মিলে কাজ করব ৷ কাজ বুঝব, করব ৷ ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে হবে ৷’’ এ দিন তাঁকে দলবদলের প্রস্তাব সম্পর্কে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ যার জবাবে তিনি বলেন, ‘‘এত বছরের কাউন্সিলর ৷ আগে বহু প্রস্তাব পেয়েছি ৷ অন্য দলে যায়নি ৷ আর এখন এসব করে কী হবে !’’ তাঁর কথায় মানুষের জন্য কাজ করাটাই আসল ৷ নাকি দলবদল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.