ETV Bharat / city

Sujan on Anubarata : অনুব্রতর চেয়ে বেশি ভয় নবান্নের ! সিবিআই তলব নিয়ে কটাক্ষ সুজনের

author img

By

Published : Apr 24, 2022, 10:51 PM IST

সিবিআই তলবে হাজিরা এড়ানো নিয়ে অনুব্রতকে কটাক্ষ দিলীপ ঘোষ ও সুজন চক্রবর্তীর (Dilip And sujan chakroborty on anubarata) ৷

Dilip And sujan chakroborty on anubarata
সিবিআই তলব নিয়ে অনুব্রতকে কটাক্ষ দিলীপ-সুজনের

কলকাতা, 24 এপ্রিল: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে অনুব্রত মণ্ডলকে জোড়া তলব সিবিআই-এর । গরু পাচার এবং ভোট পরবর্তী সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে রয়েছে । একাধিকবার অনুব্রত মণ্ডলের হাজিরা এড়ানো নিয়েই তাকে এক হাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী(Dilip And sujan chakroborty on anubarata) ৷ এদিন বিজেপির শীর্ষনেতা দিলীপ ঘোষ বলেছেন, “দোষ না করলে তদন্তের মুখোমুখি হন। দোষ করে থাকলে পার পাবেন না।”

আরও পড়ুন:Anubrata and CBI Controversy : সিবিআই-অনুব্রত-উডবার্ন, এরপর ?

কটাক্ষের সুর সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর গলায়। ।বলছেন,“সিবিআইএর নোটিশ পেয়েছেন । পাওয়ারই কথা । এড়িয়ে যাওয়ার জন্য ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চ করেও যখন পারেননি শেষে উডবার্ন ওয়ার্ডে পৌঁছেছিলেন । ওটা যেন অপরাধীদের ঘেরাটোপের জায়গা বলে মনে হচ্ছে । এখন উনি ছাড়া পেয়েছেন । স্বাভাবিকভাবেই তদন্তের মুখোমুখি হবেন । এত ভয় কিসের ?"

সিবিআই তলব নিয়ে অনুব্রতকে কটাক্ষ দিলীপ-সুজনের

তিনি আরও বলেন, "অনুব্রত মণ্ডলের ভয় না তার চেয়ে বেশি ভয় নবান্নের । অনুব্রত ধরা পড়লে পিছন পিছন নবান্নে এসে যাবে । অপরাধী যারা তাদের তদন্ত হবে । অপরাধ প্রমাণ হলে তাদের শাস্তি পেতে হবে । না পাওয়া পর্যন্ত ছাড়া চলবে না । ”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.