ETV Bharat / city

Coronavirus in Kolkata : দু’টি টিকা নেওয়ার পরও আক্রান্ত, পুজো মিটতেই শহরে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

author img

By

Published : Oct 21, 2021, 8:08 PM IST

COVID cases increases in kolkata after durga puja even after full vaccination
পুজো মিটতেই শহরে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

উৎসবের আবহে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন চিকিৎসক থেকে রাজ্য স্বাস্থ্য দফতর ৷ তা উপেক্ষা করেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ ৷ তাঁদের মধ্যে সিংহভাগের মুখে মাস্ক পর্যন্ত ছিল না ৷

কলকাতা, 21 অক্টোবর : প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় দেখে সিঁদুরে মেঘ দেখেছিলেন অনেকেই । পুজো শেষ হতেই সেই আশঙ্কা এ বার সত্যি হয়ে দেখা দিচ্ছে । গত 24 ঘণ্টায় কলকাতায় 260 জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হলেন । তার মধ্যে 163 জনের যদিও দু’টি টিকাই নেওয়া হয়ে গিয়েছিল ৷ তার পরও তাঁদের শরীরে সংক্রমণ মিলল ৷

টিকা নেওয়ার পর নতুন করে যাঁরা সংক্রমিত হলেন, তাঁদের মধ্যে আবার 120 জনই উপসর্গহীন ছিলেন ৷ মাত্র 43 জনের মধ্যে কোভিডের উপসর্গ দেখা দেয় ৷ তার পর পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে ৷ পুজো মিটতেই এ ভাবে সংক্রমণ বাড়ায় তাই উদ্বেগে কলকাতা পৌরনিগম ৷ বিষয়টি নিয়ে নবান্নে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হচ্ছে ৷

আরও পড়ুন: Suvendu-Babul : পিসি-ভাইপোর সঙ্গে কীসের চুক্তি ? বাবুলকে আক্রমণ শুভেন্দু'র

কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, হাসপাতালের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ৷ তাই এই মুহূর্তে নতুন করে কোয়রান্টাইন সেন্টার তৈরি করা হবে না ৷ কলকাতা পৌরনিগম স্বাস্থ্য দফতরের কর্মীদের ছুটি বাতিল করেছে । তবে পরিস্থিতির অবনতি হলে সেফ হোম তৈরি রাখা হয়েছে ৷ সেখানে আক্রান্তদের নিভৃতবাসে পাঠানো হতে পারে ৷ শিশুদের জন্যও 60 বেডের সেফ হোম প্রস্তুত রাখা হয়েছে ৷

উৎসবের আবহে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন চিকিৎসক থেকে রাজ্য স্বাস্থ্য দফতর ৷ তা উপেক্ষা করেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ ৷ তাঁদের মধ্যে সিংহভাগের মুখে মাস্ক পর্যন্ত ছিল না ৷ পুজো মিটতে তারই প্রভাব টের পাওয়া যাচ্ছে ৷ গত তিন দিনের সংক্রমণের সংখ্যায় উদ্বেগ দেখা দিয়েছে ৷

আরও পড়ুন: BJP Protest : বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসানসোলে শুভেন্দুর মশাল মিছিল

করোনার পাশাপাশি ডেঙ্গি সংক্রমণও চিন্তায় রেখেছে প্রশাসনকে । পৌরনিগমের 116 নম্বর ওয়ার্ড বেহালা কলাবাগানে বেশ কয়েক জন ডেঙ্গিতে আক্রান্ত । দিন দশেক আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দীপালি দত্ত নামের এক মহিলার মৃত্যু হয় সেখানে । এলাকার অনেকেরই জ্বর রয়েছে বলে জানা গিয়েছে । স্থানীয়দের অভিযোগ, একটানা বৃষ্টিতে এখনও জল জমে রয়েছে এলাকায় । সেখান থেকে মশার উপদ্রব বেড়েছে । আদিগঙ্গার নিকাশি নিয়েও সরব হয়েছেন অনেকে ।

এ নিয়ে যোগাযোগ করলে 116 নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর কৃষ্ণা সিং জানান, তিনি এই বিষয়ে তিনি কিছু জানেন না । তবে তাঁর এলাকায় যেখানেই ডেঙ্গি সংক্রমণ পাওয়া গিয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.