ETV Bharat / city

রাজ্যে আজও কৃষি বিলের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের

author img

By

Published : Sep 29, 2020, 5:13 PM IST

কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর অভিযোগ , গোটা দেশ বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে নরেন্দ্র মোদি । তারই প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ যেমন হচ্ছে তেমনি এ রাজ্যেও বিক্ষোভ চলছে দফায় দফায় । কেন্দ্রীয় সরকারের কৃষি বিল কৃষককে শেষ করে দেবে ।

Congress still protesting against farm bill
Congress still protesting against farm bill

কলকাতা, 29 সেপ্টেম্বর : গতকালের পর আজ ফের পথে নামল প্রদেশ কংগ্রেস । অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে দিনভর চলল অবস্থান-বিক্ষোভ । কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মতলা চত্বরে হল বিক্ষোভ সমাবেশ । আজও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ-সহ অন্যান্য নেতৃবৃন্দ । যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের সদস্যদের গ্রেপ্তার করা হয় আজ । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নেতৃত্বে রাজ্য জুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষিবিলের বিরোধিতায় কংগ্রেসের অবস্থান বিক্ষোভ । দেশজুড়ে সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির নির্দেশে চলছে কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ ।

গতকাল বিক্ষোভ শেষে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান-সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে আসেন । আজ ধর্মতলার বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখায় যথাক্রমে প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ-সহ কংগ্রেসের বিভিন্ন সংগঠন । পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের সদস্যরা ।

কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর অভিযোগ , গোটা দেশ বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছেন নরেন্দ্র মোদি । তারই প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ যেমন হচ্ছে তেমনি এ রাজ্যেও বিক্ষোভ চলছে দফায় দফায় । কেন্দ্রীয় সরকারের কৃষি বিল কৃষককে শেষ করে দেবে । ভেঙে পড়বে দেশের অর্থনীতি । অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত কেন্দ্রীয় সরকারের ।

মনোজ চক্রবর্তী বলেন,"চাষির পেটে লাথি মারতে চাইছে কেন্দ্রীয় সরকার । দেশের সরকারকে উৎখাত করতে হবে । বাংলার সরকার আমাদের বিক্ষোভে বাধা দিচ্ছে । এ রাজ্যের সরকার দেশের BJP সরকারকে বোঝাতে চাইছে, আমরা তোমার B টিম হিসেবে কাজ করছি এ রাজ্যে । তোমাদের সুবিধা করতে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.