ETV Bharat / city

Bharat Jodo Yatra: বাংলায় ভারত জোড়ো যাত্রার রুট ম্যাপ তৈরিতে সোমবার কংগ্রেসের বৈঠক

author img

By

Published : Oct 15, 2022, 3:53 PM IST

দেশজুড়ে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) করছে কংগ্রেস (Congress) নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ বাংলাতেও ভারত জোড়ো যাত্রা হবে ৷ সেই নিয়ে পরিকল্পনা করতে আগামী সোমবার বৈঠক করবে কংগ্রেস ৷ তবে এখানে রাহুল থাকবেন কি না, এখনও নিশ্চিত নয় বিষয়টি ৷

congress-bengal-leaders-will-meet-next-monday-to-finalise-the-bharat-jodo-yatra-route
Bharat Jodo Yatra: বাংলায় ভারত জোড়ো যাত্রার রুট ম্যাপ তৈরিতে সোমবার কংগ্রেসের বৈঠক

কলকাতা, 15 অক্টোবর : 12টি রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) কর্মসূচির পরিকল্পনা নিয়ে ফেলল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress) । এই কর্মসূচিকে সফল করতে 12 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে । সেই কমিটি ভারত জোড়ো যাত্রার রুট ম্যাপ তৈরিতে আগামী সোমবার বিধানভবনে বৈঠকে বসছে । কোন জেলা দিয়ে কবে ভারত জোড়ো যাত্রা এগোবে, তা ঠিক হবে বলেই খবর ।

জোড়ো যাত্রা বাস্তবায়নে গঠিত কমিটির সমন্বয়ের দায়িত্বে থাকবেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য । আগামী 28 ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পশ্চিমবঙ্গে ভারত জোড়ো যাত্রার সূচনা হবে । কংগ্রেস সংসদ প্রদীপ ভট্টাচার্য ইটিভি ভারতকে বলেন, "রাজ্যের বিভিন্ন জেলার বুক চিরে ভারত জোড়ো যাত্রা এগিয়ে যাবে । বিভিন্ন জেলার সমস্ত স্তরের মানুষকে এই পদযাত্রার মাধ্যমে ঐক্যবদ্ধ করা হবে । পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় জাতীয় কংগ্রেসের দিল্লির একাধিক নেতাকে আহ্বান জানানো হয়েছে । রাহুল গান্ধি (Rahul Gandhi) এই যাত্রায় থাকবেন কি না, তা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না । তবে শীর্ষ নেতৃত্বকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে ।"

দিন কয়েক আগে কংগ্রেসের দিল্লির নেতারা কলকাতায় এসে এই ভারত জড়ো যাত্রা নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন । পরে সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেন, ‘‘রাহুল গান্ধির নেতৃত্বে যে ভারত জড়ো যাত্রার সূচনা হয়েছিল, তা বাংলায় আসবে না । প্রদেশ কংগ্রেস আলাদা করেই এই যাত্রার আয়োজন করবে । আমরা বা দিল্লির একাধিক নেতা সেই যাত্রায় উপস্থিত থাকবেন । রাহুল গান্ধি থাকবেন কি না, তা এই মুহূর্তে বলা সম্ভব নয় । তবে, প্রদেশ নিজেদের মতো করে সব কিছুই সুষ্ঠভাবে আয়োজন করবে ।’’

সেই বৈঠকের পরে প্রদেশ কংগ্রেস বিশেষ কমিটি গঠন করেছে । সূত্রের খবর, ভারত জোড়ো যাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রদেশ কংগ্রেসের একাধিক জেলা ও রাজ্য নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে । প্রাক্তন বিধায়ক ও পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতোকে কনভেনার করা হয়েছে । এছাড়াও এই বিশেষ কমিটিতে যাঁরা থাকছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি অশোক মিত্র, প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক মনোজ চক্রবর্তী, দার্জিলিং জেলা কংগ্রেস প্রেসিডেন্ট শংকর মালাকার, উত্তর 24 পরগনা শহর এলাকার জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার, উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি রানা রায়চৌধুরী ৷

ভারত জোড়ো যাত্রা রাজ্যের কোন কোন জেলা হয়ে মানুষকে ঐক্যবদ্ধ করবে, তাও নির্ধারণ করা হয়েছে । প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এবং দার্জিলিং জেলা ছুঁয়ে যাবে এই যাত্রা ৷ সব ছবি ও ভিডিয়ো কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে দেখতে পাওয়া যাবে ।

আরও পড়ুন : শুধু হিন্দিকে রাষ্ট্র ভাষা করার পরিকল্পনা নেই, রাহুলের মত জানাল কংগ্রেস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.