ETV Bharat / city

CID officers detained: ঝাড়খণ্ড-কাণ্ডের তদন্তে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক বাংলার 3 সিআইডি গোয়েন্দা

author img

By

Published : Aug 3, 2022, 2:38 PM IST

Updated : Aug 3, 2022, 3:52 PM IST

ঝাড়খণ্ড-কাণ্ডের (Jharkhand congress MLAs) তদন্তে গিয়ে দিল্লি পুলিশের (Delhi police) হাতে আটক হতে হল সিআইডি-র 3 গোয়েন্দাকে (CID officers detained)৷ রাজ্য পুলিশের তিন উচ্চপদস্থ আধিকারিক রওনা দিচ্ছেন দিল্লির দিকে ৷

cid-officers-detained-by-delhi-police-in-money-recovery-case-from-jharkhand-mlas
ঝাড়খণ্ড-কাণ্ডের তদন্তে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক বাংলার 3 সিআইডি গোয়েন্দা

কলকাতা, 3 অগস্ট: দিল্লিতে তল্লাশি চালাতে গিয়ে রাজধানীর পুলিশের হাতে আটক হতে হল সিআইডি-র তিন গোয়েন্দাকে (CID officers detained)। এই ঘটনায় রাজ্য পুলিশের তিন উচ্চপদস্থ আধিকারিক দিল্লি (Delhi police) যাচ্ছেন ৷

দিল্লিতে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির আধিকারিকদের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে । ঝাড়খণ্ডের তিন বিধায়কের কাছ থেকে প্রায় 49 লক্ষ টাকা (money recovery case) উদ্ধারের ঘটনায় যুক্ত সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যবসায়ীর দিল্লির বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হন সিআইডির গোয়েন্দারা । অভিযোগ, সেখানেই সিআইডির এক উচ্চপদস্থ আধিকারিক এবং একজন ইন্সপেক্টর ইনচার্জ পদমর্যাদার আধিকারিক-সহ সিআইডি-র একটি বিশেষ দলকে সিদ্ধার্থ মজুমদারের বাড়িতে তল্লাশি করতে বাধা দেয় দিল্লি পুলিশ । ভবানী ভবন সূত্রের খবর, গোটা ঘটনায় আইনি পথে হাঁটবেন গোয়েন্দারা ।

ঝাড়খণ্ডে কংগ্রেসের তিন বিধায়কের কাছ থেকে উদ্ধার হয়েছিল 49 লক্ষ টাকা ৷ এই ঘটনার তদন্তভার নিয়ে চাঞ্চল্যকর তথ্য আগেই পেয়েছিলেন সিআইডির গোয়েন্দারা । আর এ বার এই ঘটনায় দিল্লিতে বিশেষ অভিযান চালাতে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে বাধা দেওয়ার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে । ভবানী ভবন সূত্রের খবর, এই ঘটনায় পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের সল্টলেকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছিলেন সিআইডির গোয়েন্দারা ।

আরও পড়ুন: ঝাড়খণ্ড বিধায়কদের কাছে বিপুল টাকা ! ঘোড়া কেনা-বেচা নিয়ে প্রশ্ন তৃণমূলের

জানা গিয়েছে, কংগ্রেসের তিন বিধায়ক চুপিসাড়ে কলকাতা হয়ে বিমানে করে অসমে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসেন । অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কংগ্রেসের এই তিন বিধায়ককে দেখা করিয়ে দেওয়ার গোটা প্রক্রিয়ার দায়িত্বে যিনি ছিলেন, তাঁর নাম সিদ্ধার্থ মজুমদার । জানা গিয়েছে, তাঁর বাড়ি দিল্লিতে ।

ভবানী ভবন সূত্রের খবর, এই সিদ্ধার্থ মজুমদারের দিল্লির বাড়িতে সার্চ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও এ দিন দিল্লি পুলিশের একটি বিশেষ দল সিআইডির গোয়েন্দাদের বাধা দেন । সিআইডি সূত্রের খবর, এই সিদ্ধার্থ মজুমদার নামে ব্যক্তি প্রাক্তন কংগ্রেস নেতা । বর্তমানে যিনি অসমের হিমন্ত বিশ্বশর্মার খুব ঘনিষ্ঠ । পেশায় ব্যবসায়ী সিদ্ধার্থ মজুমদার ।

কংগ্রেসের তিন বিধায়কের গাড়ি আটক করেছিল পুলিশ এবং সেখান থেকে 49 লক্ষ টাকা উদ্ধার করা হয় । গোটা ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । তদন্তে তিন বিধায়ককে লাগাতার জেরা করে সিআইডির গোয়েন্দারা জানতে পারেন, তাঁরা চুপিসাড়ে অসমে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং এই গোটা প্রক্রিয়ার মাথা ছিলেন প্রাক্তন কংগ্রেস কর্মী সিদ্ধার্থ মজুমদার । আর তাঁর বাড়িতেই তল্লাশি অভিযানে দিল্লি পুলিশের বিরুদ্ধে বাধা দেয়ার অভিযোগ আনল ভবানী ভবন ।

Last Updated : Aug 3, 2022, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.