ETV Bharat / city

Baguiati Double Murder: বাগুইআটির জোড়া খুনে অভিযুক্তের বিহার-যোগের তথ্য মিলল সিআইডি তদন্তে

author img

By

Published : Sep 8, 2022, 5:27 PM IST

Updated : Sep 8, 2022, 6:00 PM IST

গত অগস্টের মাঝামাঝি নিখোঁজ হয় বাগুআইটির দুই কিশোর ৷ প্রায় 15 দিন পর বসিরহাট হাসপাতালের মর্গে তাদের মৃতদেহ মেলে ৷ অভিযোগ, অপরহরণ করে খুন (Baguiati Double Murder) করা হয়েছে ওই দুই স্কুল ছাত্রকে ৷ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের বিহার যোগ পেয়েছে সিআইডি (CID) ৷

cid-discovers-bihar-connection-with-accused-in-baguiati-double-murder
Baguiati Double Murder: বাগুইআটির জোড়া খুনে অভিযুক্তের বিহার-যোগের তথ্য মিলল সিআইডি তদন্তে

কলকাতা, 8 সেপ্টেম্বর : বাগুইআটিতে জোড়া খুনের (Baguiati Double Murder) ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি (CID) । আর তদন্তে নেমে সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য এসেছে বলে খবর । ইতিমধ্যেই সিআইডির গোয়েন্দারা জানতে পেরেছেন যে এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত সত্যেন্দ্রর সঙ্গে বিহারের যোগসূত্র রয়েছে ৷

সিআইডি সূত্রে খবর, ঘটনাস্থলে গিয়ে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করে গোয়েন্দারা জানতে পারেন যে বর্তমানে পলাতক এই ঘটনায় অন্যতম অভিযুক্ত সত্যেন্দ্রর কিছুদিনের মধ্যেই বিহারে যাওয়ার পরিকল্পনা ছিল । গোয়েন্দারা ইতিমধ্যেই ভিন রাজ্যের পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছেন । সত্যেন্দ্রর বিহারে কোন কোন আত্মীয় রয়েছেন এবং তিনি সেখানে গেলে কোথায় গা ঢাকা দিয়ে থাকতে পারেন, তার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা ।

এছাড়াও গোটা ঘটনায় ভাড়াটে খুনির একটা তথ্য পেয়েছেন গোয়েন্দারা । সিআইডির অনুমান, এই ঘটনায় ভাড়াটে খুনিদের ব্যবহার করেছিল সত্যেন্দ্র । ফলে এই ভাড়াটে খুনিদের একটি বিহার যোগ পাচ্ছেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা ।

ইতিমধ্যেই ভবানী ভবনের তরফে সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপের কয়েকজন আধিকারিক এবং সায়েন্টিফিক উইং ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো এবং সিআইডির হোমিসাইড শাখার গোয়েন্দারা একযোগে মিলে বাগুইহাটির জোড়া খুন কাণ্ডের তদন্তে নেমেছেন ।

গোয়েন্দাদের একটি দল আজ উত্তর 24 পরগনার বসিরহাট এবং দক্ষিণ 24 পরগনার ভাঙরে যায় এবং সেখানে থানায় গিয়ে একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন । পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যেই হাড়োয়া এলাকা এবং বসিরহাটের একাধিক জায়গায় খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ।

ঘটনা দিন খুনে ব্যবহৃত হয়ে লাল রঙের গাড়িটি বাসন্তী হাইওয়ের কোথায় কোথায় গিয়ে থেমেছিল, তার সকল তথ্য সংগ্রহ করেন তদন্তকারী আধিকারিকরা এবং বসিরহাট জেলা পুলিশের একাধিক পুলিশ কর্মীর সঙ্গেও পৃথকভাবে কথা বলা হয় বলে ভবানী ভবন সূত্রের খবর ।

এছাড়াও উত্তর 24 পরগনার যেখানে ওই দুই যুবকের দেহ উদ্ধার হয়, সেখানে গিয়ে নমুনাও সংগ্রহ করেন সিআইডির হোমিসাইড শাখার গোয়েন্দারা ।

আরও পড়ুন : খুনের পর ভাড়া করা গাড়ি ধুয়ে-মুছে সংস্থাকে ফিরিয়ে দেয় সত্যেন্দ্র !

Last Updated :Sep 8, 2022, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.