ETV Bharat / city

SSC Recruitment Scam : এএসসি-কাণ্ডের নথি দিল্লির সদর দফতরে পাঠাচ্ছে সিবিআই

author img

By

Published : May 30, 2022, 8:30 PM IST

কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত শুরু করেছে সিবিআই ৷ এখনও পর্যন্ত যা তথ্য-প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন, তা নথি আকারে দিল্লিতে সদর দফতরে পাঠানো হচ্ছে বলে খবর (CBI will send SSC Investigation Document to Delhi from Kolkata) ৷

CBI will send SSC Investigation Document to Delhi from Kolkata
SSC Recruitment Scam : এএসসি-কাণ্ডের নথি দিল্লির সদর দফতরে পাঠাচ্ছে সিবিআই

কলকাতা, 30 মে : গত কয়েকদিনে এসএসসির নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্ত ঘিরে সরগরম থেকেছে কলকাতার নিজাম প্যালেস ৷ সিবিআইয়ের কাছে বারবার হাজিরা দিতে এসেছেন পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee), পরেশ অধিকারীর (Paresh Chandra Adhikary) মতো ভিআইপি-রা ৷ একাধিকবার জেরার মুখে পড়েছেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা থেকে আধিকারিকরা ৷ সেই তদন্ত থেকে কী তথ্য উঠে এল, সেসবই এবার নথি আকারে সদর দফতরে পাঠাতে চলেছেন সিবিআইয়ের (CBI) তদন্তকারীরা ৷

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে এসএসসির এই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ তাই স্বাভাবিক ভাবেই এই নিয়ে প্রথম থেকেই মুখে কুলুপ এঁটে রয়েছেন তদন্তকারীরা ৷ সেই কারণেই কলকাতা থেকে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে নথি যাচ্ছে কি না, তা নিয়ে কেউই মুখ খুলতে চাননি ৷ কিন্তু নিজাম প্যালেসের একটি সূত্র নথি পাঠানোর কথা জানিয়েছে ৷

এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দু’বার সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন ৷ দ্বিতীয়বার তাঁকে জেরার জন্য দিল্লি থেকে সিবিআইয়ের এক শীর্ষ আধিকারিক এসেছিলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে সিবিআই ৷ এছাড়া টানা বেশ কয়েকদিন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও সিবিআইয়ের জেরার মুখে পড়েন ৷ তাঁরও বয়ান রেকর্ড করা হয় ৷ তাছাড়া বয়ান রেকর্ড করা হয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ 5 আধিকারিকের ৷ সেই সবই এবার নথি আকারে দিল্লিতে পাঠানো হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর ৷

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, এসএসসি ভবনে তল্লাশি চালিয়ে একাধিক নথি মিলেছে ৷ তাছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটারের হার্ডডিস্ক-সহ আরও অনেক কিছু ৷ সেগুলিও পাঠানো হচ্ছে দিল্লিতে৷ তথ্য-প্রমাণ ও নথিগুলি সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ এছাড়া হার্ড ডিস্কের মতো জিনিসগুলির ফরেনসিক পরীক্ষা করানো হবে ৷

এদিকে সোমবারও এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলেছে ৷ সোমবার বেশ কয়েকজন মামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হয় নিজাম প্যালেসে ৷

আরও পড়ুন : SSC Recruitment Scam : এসএসসি কাণ্ডে তদন্তের শুরুতেই মামলাকারী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ইডির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.