ETV Bharat / city

SSC Recruitment Scam : পার্থর বক্তব্যের সঙ্গে মিল নেই এসপি সিনহার বয়ানের, খবর সিবিআই সূত্রে

author img

By

Published : May 25, 2022, 9:13 PM IST

cbi-sources-says-partha-chatterjee-and-sp-sinha-statement-does-not-match-in-ssc-recruitment-scam
SSC Recruitment Scam : পার্থর বক্তব্যের সঙ্গে মিল নেই এসপি সিনহার বয়ানের, খবর সিবিআই সূত্রে

এসএসসি দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Bengal Minister Partha Chatterjee) বুধবার প্রায় সাড়ে 9 ঘণ্টা ধরে জেরা করল সিবিআই ৷ সূত্রের খবর, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য়ের কোনও মিল পাওয়া যায়নি (CBI Sources says Partha Chatterjee and SP Sinha Statement does not match in SSC Recruitment Scam) ৷

কলকাতা, 25 মে : দ্বিতীয় দফার জেরা শেষে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) কি অস্বস্তি বাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) ? সিবিআই সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে অস্বস্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেল ৷ ওই সূত্র জানাচ্ছে যে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা ও পার্থ চট্টোপাধ্য়ায়ের বক্তব্যের মধ্যে কোনও মিল খুঁজে পাওয়া যায়নি ৷ ফলে প্রশ্ন উঠছে যে আবার কি পার্থ চট্টোপাধ্যায়কে ডাকবে সিবিআই ? সেক্ষেত্রে তিনি কি আরও বড় কোনও আইনি জটিলতায় পড়বেন ?

গত বুধবার প্রথমবার সিবিআইয়ের (CBI) জেরার মুখোমুখি হয়েছিলেন ৷ সেদিন আদালতের নির্দেশ মতো সন্ধ্যা 6টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে পৌঁছেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তার পর আবার আজ তাঁকে তলব করা হয় ৷ তিনি সকালেই পৌঁছে যান নিজাম প্যালেসে ৷ তার পর তাঁকে সাড়ে 9 ঘণ্টা জেরা করা হয় ৷

সিবিআই সূত্রে খবর, তাঁর কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর চাওয়া হয় ৷ জানতে চাওয়া হয়, এসএসসির উপদেষ্টা কমিটি কীভাবে গঠিত হল ? উপদেষ্টা কমিটির সদস্যরা কোনোভাবে প্রভাব খাটিয়ে ছিল কি না ? পাশাপাশি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় নিজেদের বেআইনিভাবে প্রভাব খাটিয়ে ছিলেন কি না ? সেই সমস্ত খবর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ছিল কি না ?

SSC Recruitment Scam : পার্থর বক্তব্যের সঙ্গে মিল নেই এসপি সিনহার বয়ানের, খবর সিবিআই সূত্রে

গত বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয় ৷ তাছাড়া এই মামলায় আর যাঁদের জেরা করা হয়েছে, তাঁদের বয়ান গত কয়েকদিনে রেকর্ড করেছেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ সূত্রের খবর, এদিন মূলত শান্তিপ্রসাদ সিনহার বয়ানের সঙ্গে পার্থ চট্টোপাধ্য়ায়ের বয়ান মিলিয়ে দেখা হয় ৷ সেখানে দু’জনের বক্তব্যের মধ্যে কোনও মিল খুঁজে পাওয়া যায়নি ৷

তাই সিবিআই আবার পার্থ চট্টোপাধ্যায়কে এই ঘটনায় তলব করে কি না, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : Anubrata Mandal : অনুব্রত মণ্ডলের সম্পত্তি ও আয়ের হিসেব সিবিআইয়ের কাছে জমা পড়ল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.