ETV Bharat / city

Primary Recruitment Scam: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল মুকুল-পুত্র শুভ্রাংশুর

author img

By

Published : Jul 5, 2022, 1:58 PM IST

Updated : Jul 5, 2022, 5:34 PM IST

Case filed in Calcutta HC against several TMC MLAs allegedly involved in Primary Recruitment Scam
Primary Recruitment Scam: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল মুকুল-পুত্র শুভ্রাংশুর

শিক্ষক নিয়োগে দুর্নীতি (Teachers Recruitment Scam) নিয়ে গত কয়েকমাস ধরেই বিতর্ক চলছে বাংলায় ৷ এই নিয়ে একাধিক মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ সেই তালিকায় প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতিও (Primary Recruitment Scam) রয়েছে ৷ এবার এই নিয়ে নতুন মামলা দায়ের হল ৷ নাম জড়াল মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের (Mukul Roy Son Subhranshu Roy) ৷

কলকাতা, 5 জুলাই : প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) এবার নাম জড়াল মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের (Mukul Roy Son Subhranshu Roy) ৷ অভিযোগ, তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) থাকাকালীন বিধায়ক শুভ্রাংশুর লেটারহেডে প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োগ করার জন্য সুপারিশ করা হয়েছিল ৷ যাঁদের নাম সুপারিশ করা হয়, তাঁরা কেউই 2014 সালের টেট (2014 Primary TET)-এ উত্তীর্ণ হতে পারেননি ৷

এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছে একটি মামলা ৷ মামলাটি দায়ের করেছেন বিজেপির (BJP) আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয় মঙ্গলবার ৷ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত ৷

আরও পড়ুন : TET Recruitment Scam Case : প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রাথমিক শিক্ষক নিয়োগে ইতিমধ্যেই সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আদালতের নির্দেশে 269 জনের চাকরিও গিয়েছে ৷

এবার এই সংক্রান্ত নিয়োগে জড়াল রাজনৈতিক নেতাদের নাম ৷ বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির (BJP Leader Tarunjyoti Tewari) দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, তৃণমূল বিধায়করা নিজেদের লেটার হেডে নাম লিখে প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছেন । এমনই তৃণমূলের তিন বিধায়কের প্যাডে লেখা চিঠি আদালতের কাছে তুলে দেওয়া হল আজ ।

শিক্ষক নিয়োগে দুর্নীতি

অভিযোগ, রীতিমতো প্রার্থীদের দীর্ঘ তালিকা তৈরি করে সুপারিশ করেছেন শাসক দলের বিধায়করা ৷ রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি (Bengal Minister Akhil Giri), হগলির বলাগড়ের বিধায়ক অসীম মাঝি ও মুকুল রায়ের পুত্র বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের লেটার হেডে করা সুপারিশ করেছিলেন ৷ সেই সুপারিশ পত্রের নথি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জমা দেওয়া হয়েছে ।

আপাতত শুনানি শেষে আদালত রায়দান স্থগিত রেখেছে ৷ শেষ পর্যন্ত আদালত কী রায় দেয়, সেই দিকেই নজর রয়েছে সবপক্ষের ৷

আরও পড়ুন : HC on Fire Operator Recruitment: দমকলেও বেনিয়মের অভিযোগ এবার, মঙ্গলবার পর্যন্ত নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

Last Updated :Jul 5, 2022, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.