ETV Bharat / city

Jitendra Tiwari: কয়লা কাণ্ডে স্বস্তি জিতেন্দ্রর, সিআইডি-র তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

author img

By

Published : Sep 27, 2022, 4:06 PM IST

কয়লা পাচার কাণ্ডে (Coal scam case) আদালতে স্বস্তি পেলেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)৷ তাঁকে নিয়ে সিআইডি-র তদন্তে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

Calcutta High Court orders CID to stay probe against Jitendra Tiwari in Coal scam case
কয়লা কাণ্ডে স্বস্তি জিতেন্দ্রর, সিআইডি-র তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

কলকাতা, 27 সেপ্টেম্বর: কয়লা কাণ্ডে (Coal scam case) জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) নিয়ে আপাতত নতুন করে আর তদন্ত করতে পারবে না সিআইডি । জিতেন্দ্র তিওয়ারির ক্ষেত্রে সিআইডি তদন্তের উপরে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিআইডি তাঁর সম্পর্কে নতুন তথ্য কিছু পেয়ে থাকলে সেই তথ্য সিবিআই-কে হস্তান্তর করতে হবে সিআইডিকে । এই নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা (Calcutta High Court orders CID)।

কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে ভবানীভবন থেকে সিআইডি নোটিশ পাঠায় জিতেন্দ্র তিওয়ারিকে । নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন বিজেপি নেতা । তাঁর দাবি ছিল, একই ঘটনায় সিবিআই তদন্ত করছে । তাই সিআইডি সেই মামলার তদন্ত করতে পারে না । সরকারি আইনজীবী আমিতেশ বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেন, ইসিএল-এর অভিযোগের ভিত্তিতে সিআইডি আগে তদন্ত শুরু করেছে । সিবিআই তাদের তদন্তের কাজ পরে শুরু করে । আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় । এই ঘটনা শুধু কেন্দ্রীয় সংস্থার জমির উপরে সীমাবদ্ধ নয় ।

বিচারপতি রাজা শেখর মান্থার প্রশ্ন, একই অপরাধের তদন্ত কি সমান্তরাল ভাবে দুটি তদন্তকারী সংস্থা করতে পারে ? সরকারি আইনজীবী জবাবে বলেন, না । তবে সিআইডি, ইসিএল-এর অভিযোগের ভিত্তিতে প্রথম তদন্তের কাজ শুরু করেছে । 11 জনকে গ্রেফতার করা হয়েছে । বহু অভিযুক্তের আগাম জামিনের আবেদন এখনও বিচারাধীন । তাঁরা তো কেউ এই আবেদন নিয়ে আসেননি । জিতেন্দ্র তিওয়ারি কেন এই আবেদন করলেন ? আবেদনকারী কেন আশংকা করছেন যে তিনি গ্রেফতার হতে পারেন ? তিনি কি তাহলে এই মামলায় জড়িত ? তাঁর থেকে তথ্য জানার জন্য তাঁকে ডাকা হয়েছে । 2টি সংস্থার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন আছে ।

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডি'র

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী প্রতীক ধর বলেন, 2020 সালে ফেব্রুয়ারিতে ইসিএল কয়লা পাচার নিয়ে প্রথম অভিযোগ করে । তবে পুলিশ পদক্ষেপ করেনি । পরে সিবিআই তদন্ত শুরু করে । সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো সিবিআই তদন্ত করছে । সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সিবিআই তদন্ত চালানোর । 1000 কোটি টাকার বেশি কয়লা পাচার হয়েছে বলে অভিযোগ ।

10 সেপ্টেম্বর সিআইডি হঠাৎ জিতেন্দ্র তিওয়ারিকে ডেকে পাঠায় । আদালতে তাঁর আইনজীবীর যুক্তি, সিবিআই তদন্তের মাঝে সিআইডি ওই মামলায় কারওকে ডেকে পাঠাতে পারে না । জিতেন্দ্র তিওয়ারির নামে কোনও এফআইআর নেই । তিনি অভিযুক্ত নন । তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব । এটা এমন একটা মামলা যেটা কয়লা পাচার সংক্রান্ত । একটা মামলায় কী করে দুটো সংস্থা এক সঙ্গে তদন্ত করতে পারে ? তারপরই বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দেন, একই অপরাধের দুটো এজেন্সি তদন্ত করতে পারে না ৷ সিবিআই তদন্তই বহাল থাকবে । পাঁচ সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর: কয়লা কাণ্ডে (Coal scam case) জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) নিয়ে আপাতত নতুন করে আর তদন্ত করতে পারবে না সিআইডি । জিতেন্দ্র তিওয়ারির ক্ষেত্রে সিআইডি তদন্তের উপরে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিআইডি তাঁর সম্পর্কে নতুন তথ্য কিছু পেয়ে থাকলে সেই তথ্য সিবিআই-কে হস্তান্তর করতে হবে সিআইডিকে । এই নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা (Calcutta High Court orders CID)।

কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে ভবানীভবন থেকে সিআইডি নোটিশ পাঠায় জিতেন্দ্র তিওয়ারিকে । নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন বিজেপি নেতা । তাঁর দাবি ছিল, একই ঘটনায় সিবিআই তদন্ত করছে । তাই সিআইডি সেই মামলার তদন্ত করতে পারে না । সরকারি আইনজীবী আমিতেশ বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেন, ইসিএল-এর অভিযোগের ভিত্তিতে সিআইডি আগে তদন্ত শুরু করেছে । সিবিআই তাদের তদন্তের কাজ পরে শুরু করে । আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় । এই ঘটনা শুধু কেন্দ্রীয় সংস্থার জমির উপরে সীমাবদ্ধ নয় ।

বিচারপতি রাজা শেখর মান্থার প্রশ্ন, একই অপরাধের তদন্ত কি সমান্তরাল ভাবে দুটি তদন্তকারী সংস্থা করতে পারে ? সরকারি আইনজীবী জবাবে বলেন, না । তবে সিআইডি, ইসিএল-এর অভিযোগের ভিত্তিতে প্রথম তদন্তের কাজ শুরু করেছে । 11 জনকে গ্রেফতার করা হয়েছে । বহু অভিযুক্তের আগাম জামিনের আবেদন এখনও বিচারাধীন । তাঁরা তো কেউ এই আবেদন নিয়ে আসেননি । জিতেন্দ্র তিওয়ারি কেন এই আবেদন করলেন ? আবেদনকারী কেন আশংকা করছেন যে তিনি গ্রেফতার হতে পারেন ? তিনি কি তাহলে এই মামলায় জড়িত ? তাঁর থেকে তথ্য জানার জন্য তাঁকে ডাকা হয়েছে । 2টি সংস্থার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন আছে ।

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডি'র

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী প্রতীক ধর বলেন, 2020 সালে ফেব্রুয়ারিতে ইসিএল কয়লা পাচার নিয়ে প্রথম অভিযোগ করে । তবে পুলিশ পদক্ষেপ করেনি । পরে সিবিআই তদন্ত শুরু করে । সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো সিবিআই তদন্ত করছে । সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সিবিআই তদন্ত চালানোর । 1000 কোটি টাকার বেশি কয়লা পাচার হয়েছে বলে অভিযোগ ।

10 সেপ্টেম্বর সিআইডি হঠাৎ জিতেন্দ্র তিওয়ারিকে ডেকে পাঠায় । আদালতে তাঁর আইনজীবীর যুক্তি, সিবিআই তদন্তের মাঝে সিআইডি ওই মামলায় কারওকে ডেকে পাঠাতে পারে না । জিতেন্দ্র তিওয়ারির নামে কোনও এফআইআর নেই । তিনি অভিযুক্ত নন । তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব । এটা এমন একটা মামলা যেটা কয়লা পাচার সংক্রান্ত । একটা মামলায় কী করে দুটো সংস্থা এক সঙ্গে তদন্ত করতে পারে ? তারপরই বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দেন, একই অপরাধের দুটো এজেন্সি তদন্ত করতে পারে না ৷ সিবিআই তদন্তই বহাল থাকবে । পাঁচ সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.