Calcutta HC on DA Due: বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মেটানো নিয়ে জটিলতা অব্যাহত হাইকোর্টে

author img

By

Published : Jul 18, 2022, 10:28 PM IST

Calcutta HC orders to Electricity Department on DA Due
Calcutta HC ()

রাজ্য বিদ্যুৎ নিগমের দুই সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘভাতা(DA) না-মেটানোয় আদালত অবমাননার মামলা হয়েছিল । আদালত দুই সংস্থার শীর্ষ কর্তাদের জুলাই মাসের বেতন বন্ধ করে দেয়(Calcutta HC on DA Due) । তারপরেও নির্দেশ কার্যকর হয়নি এখনও ।

কলকাতা, 18 জুলাই: বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া মহার্ঘভাতা(DA) মেটানো নিয়ে জটিলতা অব্যাহত কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) । জুলাই মাসে শীর্ষ কর্তাদের বেতন বন্ধ করার নির্দেশ দিলেও এখনও বকেয়া মেটাতে পারেনি বিদ্যুৎ নিগম(Electricity Department) । সোমবার আদালতে হাজির হন দুই বিদ্যুৎ বন্টন সংস্থার জেনারেল ম্যানেজার-সহ অন্য আধিকারিকরা ।

বিচারপতি রাজাশেখর মান্থার কাছে আবেদন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, আগামী শুক্রবার রাখা হোক এই মামলা । তার মধ্যে সমস্যার কিছু সমাধান হয়ে যাবে, আশ্বাস এজি'র । তবে আদালতের নির্দেশের একাংশ পুনর্বিবেচনার জন্য ফের বিচারপতির কাছেই আবেদন করতে নিগমকে পরামর্শ দিয়েছেন বলে আদালতকে জানালেন তিনি । শুক্রবার ফের আদালতে হাজির হতে হবে ওই আধিকারিকদের ।

রাজ্য বিদ্যুৎ নিগমের দুই সংস্থার কর্মীদের বকেয়া ডিএ না মেটানোয় আদালত অবমাননার মামলা হয়েছিল । আদালত দুই সংস্থার শীর্ষ কর্তাদের জুলাই মাসের বেতন বন্ধ করে দেয় । তারপরেও নির্দেশ কার্যকর হয়নি এখনও । 2016 থেকে 2019 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানিকে তাদের কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ।

আরও পড়ুন : 23 জুনের মধ্যে বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের বকেয়া ডিএ-র 20 শতাংশ মেটানোর নির্দেশ হাইকোর্টের

আদালত নির্দেশে স্পষ্ট করে জানিয়েছিল, সংস্থাগুলি আর্থিক অনটনের কথা বলে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ না-দেওয়ার অজুহাত দিলেও তাদের ব্যালান্স সিট থেকে স্পষ্ট, দুই সংস্থা যথেষ্ট আর্থিক লাভ করেছে । এরপর ক্ষুব্ধ বিচারপতি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের চিফ ম্যানেজিং ডিরেক্টর শান্তনু বসু ও দুই সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের বেতন বন্ধ করার নির্দেশ দেন । তবে 15 জুলাইয়ের মধ্যে নির্দেশ পালনের সুযোগ দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশ এখনও পালন করেনি দুই সংস্থা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.