ETV Bharat / city

HC to Primary Jobseekers: প্রাথমিকের চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে অনুমতি হাইকোর্টের

author img

By

Published : Sep 30, 2022, 2:53 PM IST

দক্ষিণ 24 পরগনার প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা (South 24 Parganas Primary Jobseekers) শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ করতে পারবেন (HC to Primary Jobseekers) ৷ আজ এমনটাই রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC) ৷ তবে, আন্দোলনের জায়গা ঠিক করতে কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করতে নির্দেশ দিয়েছে আদালত ৷

calcutta-hc-gives-permission-to-south-24-parganas-primary-jobseekers-for-peaceful-protest
calcutta-hc-gives-permission-to-south-24-parganas-primary-jobseekers-for-peaceful-protest

কলকাতা 30 সেপ্টেম্বর: দক্ষিণ 24 পরগনার প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের (South 24 Parganas Primary Jobseekers) শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভের আবেদনে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC) ৷ বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ তার রায়ে জানিয়েছে, এক মাসের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে পারবেন মেধাতালিকায় নাম থাকা প্রাথমিকের চাকরিপ্রার্থীরা (HC to Primary Jobseekers) ৷ তবে সেক্ষেত্রে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেই অবস্থান বিক্ষোভের স্থান নির্ধারণ করতে হবে বলে জানিয়েছে আদালত ৷ সেক্ষেত্রে বিক্ষোভ রানি রাসমণি রোডে হবে নাকি গান্ধী মূর্তির পাদদেশে হবে, তা পুলিশের সঙ্গে আলোচনা করে ঠিক করবে আন্দোলকারী চাকরিপ্রার্থীদের ৷

দক্ষিণ 24 পরগনার প্রাথমিকে চাকরিপ্রার্থীদের অভিযোগ, 2009 সাল থেকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ৷ সমস্ত জেলায় নিয়োগ হলেও দক্ষিণ 24 পরগনার চাকরিপ্রার্থীদের কোনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি ৷ পর্ষদকে বারবার জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি ৷ তাই চাকরির দাবিতে তাঁরা রানি রাসমণি রোডে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিল এক মাসের জন্য ৷ কিন্তু, কলকাতা পুলিশের কাছে অনুমোদন চাওয়া সত্ত্বেও, অনুমতি মেলেনি ৷ তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা ৷

সরকারি আইনজীবীর দাবি, পুজোর সময় পুলিশ ব্যস্ত থাকবে ৷ গান্ধী মূর্তির পাদদেশে ইতিমধ্যে একটি অবস্থান বিক্ষোভ চলছে ৷ তাই রানি রাসমণি রোডে না করে, তারা গান্ধী মূর্তির পাদদেশে করলে ভেবে দেখা যেতে পারে ৷ আদালতের কাছে আইনজীবীর প্রস্তাব ছিল পুজোর পরে তাঁদের অবস্থান-বিক্ষোভে অনুমোদন দেওয়া হোক ৷

আরও পড়ুন: প্রাথমিকে প্রায় 4 হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রাজা শেখর মান্থার মন্তব্য, ‘‘শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চাকরিপ্রার্থীদের গণতান্ত্রিক অধিকার ৷ আজ তাঁরা চাকরি না পেয়ে, চাকরির জন্য ভিক্ষা করবেন ! সেখানে পুজো বলে কোনও যুক্তি আদালতের কাছে গ্রাহ্য নয় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.