ETV Bharat / city

Partha Chatterjee : পদ্ধতিগত ত্রুটিতে বাতিল পার্থর আপিল, বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী

author img

By

Published : May 18, 2022, 5:17 PM IST

Updated : May 18, 2022, 8:55 PM IST

পদ্ধতিগত ত্রুটিতে হাইকোর্টে গৃহীত হল না পার্থর আপিল ৷ সন্ধ্যে 6টার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ (Partha Chatterjee in SSC Recruitment Scam) ৷

Partha Chatterjee
বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী

কলকাতা, 18 মে : পদ্ধতিগত ত্রুটি থাকায় পার্থ চট্টোপাধ্যায়ের আপিল গ্রহণ করল না হাইকোর্ট ৷ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এদিন তাঁর আবেদনে কানই দেয়নি ৷ পার্থকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জরুরি হলে প্রধান বিচারপতির শরণাপন্ন হতে ৷

এদিন সন্ধ্যে 6টার মধ্যে নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরার যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তাই বহাল রইল ৷ আগেই তিনি জানি দিয়েছিলেন, তদন্তের প্রয়োজনে সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারে (SSC Corruption Case) ৷ ফলে এই সিদ্ধান্তে আরও বিপাকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ।

আরও পড়ুন : আজই সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট সূত্রে খবর, রেজিস্টার জেনারেল মারফত প্রধান বিচারপতির কাছে এদিন সন্ধ্যে 6টার আগে শুনানির আর্জি জানিয়েছেন পার্থর আইনজীবী ৷

পদ্ধতিগত ত্রুটিতে বাতিল পার্থর আপিল

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়কে এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন ৷ কিন্তু রাজ্যের আপিলের পরিপ্রেক্ষিতে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছিল ৷

বুধবার সকালে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে তাদের দেওয়া সমস্ত স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ তাঁর নিযুক্ত নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সমস্ত সদস্যকে আজই সিবিআই দফতরে হাজিরা দিতে হবে ৷ সিবিআই প্রয়োজনে এঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ এছাড়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার রায়দানের সময় পর্যবেক্ষণে উল্লেখ করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে অবিলম্বে তাঁর পদ থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল যেন সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ৷ তারপরেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায় ৷

Last Updated : May 18, 2022, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.