ETV Bharat / city

HC on Bengal Civic Poll Security : পৌরভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ সুপারদের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Feb 23, 2022, 7:45 PM IST

27 ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পৌরসভার ভোট (Bengal Civic Polls 2022) ৷ সেই দিন নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের একাধিক জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

cal-hc-directs-police-superintendents-to-ensure-security-during-bengal-civic-polls-2022
HC on Bengal Civic Poll Security : পৌরভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ সুপারদের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 23 ফেব্রুয়ারি : পৌর নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও শান্তি বজায় রাখতে পুলিশ সুপারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Cal HC Directs Police Superintendents to Ensure Security during Bengal Civic Polls 2022) ৷ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷

আগামী রবিবার, 27 ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পৌরসভার ভোট (Bengal Civic Polls 2022) ৷ তার মধ্যে কাঁথি, মালদা, ভাটপাড়া-সহ আরও একাধিক জায়গায় বিরোধী দলের প্রার্থীরা অভিযোগ করেন যে তাঁদের খুনের হুমকি দেওয়া হচ্ছে ৷ তাই পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবিতে গতকাল, মঙ্গলবার তাঁরা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন ৷

গতকাল বিচারপতি রাজাশেখর মান্থা পুলিশ সুপারদের এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দেন ৷ আজ বিচারপতি রাজাশেখর মান্থার পরিবর্তে মামলাটি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চে শুনানি হয় ৷ সেখানে আদালত জানায়, কয়েকটি মামলায় হস্তক্ষেপ করা হবে না ৷ আবার কয়েকটি মামলাকে নির্বাচনী গিমিক বলেও উল্লেখ করলেন বিচারপতি ।

মালদার তিন জন প্রার্থী মামলা করেছিলেন ৷ সেই ব্যাপারে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল বলেন, "একই ইস্যুতে আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিস্তারিত নির্দেশ দিয়েছেন । সেখানে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনারকে দেওয়া হয়েছে । কোনও রকম গাফিলতি হলে দায় নিতে হবে কমিশনারকে ।"

তারপরই বিচারপতি নির্দেশ দেন, মালদার যে তিনজন প্রার্থী মামলা করেছেন, সেখানে তাঁদের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট ভয়ের কারণ নেই৷ তাই অতিরিক্ত কোনও নিরাপত্তার ব্যবস্থা করার দরকার নেই । পুলিশ সুপার যে রিপোর্ট দিয়েছেন, তাতে সন্তষ্ট আদালত । সিঙ্গল বেঞ্চ হস্তক্ষেপ করবে না এই মামলায় । সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো কোনরকম সমস্যা নিরাপত্তার ক্ষেত্রে হলে, কমিশনের কাছে আবেদন করা যাবে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

অন্যদিকে কাঁথি পৌরসভার ক্ষেত্রে 21 জনের মধ্যে 7 জনকে পুলিশ নিরাপত্তা দেওয়া হয়েছে । বাকি 14 জনের ক্ষেত্রে ভয়ের কারণ নিয়ে বলে রিপোর্টে জানিয়েছেন এসপি । আজ আদালতে একথা জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল । মামলাকারীদের তরফে শ্রীজীব চক্রবর্তী বলেন ,"থ্রেট কল দেওয়া হচ্ছে ফোন করে । প্রচার করতে দেওয়া হচ্ছে না । আমরা আবেদন জানিয়েছি ভোটের রেজাল্ট বেরনো পর্যন্ত নিরাপত্তা দেওয়ার । কিন্ত বিচারপতি নির্দেশে বলেন, নিরাপত্তার কিছু অভিযোগ নির্বাচনী গিমিকও হতে পারে । কিছু প্রার্থীকে ইতিমধ্যেই পুলিশ নিরাপত্তা দেওয়া হয়েছে । তবু জেলা এসপিকে নির্দেশ দেওয়া হচ্ছে এলাকায় শান্তি ও নিরাপত্তা যেন কোনভাবেই বিঘ্নিত না হয়, তা সুনিশ্চিত করতে হবে ।’’

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে 24 ঘণ্টার মধ্যে, নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.