ETV Bharat / city

ভোটের কাজে ভাড়া বাড়ানোর দাবিতে নির্বাচন কমিশনে বাস মালিক সংগঠন

author img

By

Published : Dec 10, 2020, 9:03 AM IST

বেশ কয়েক দফা দাবিদাওয়া নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন ।

bus owners union demands
bus owners union demands

কলকাতা, 10 ডিসেম্বর: একে তো গত নির্বাচনের ভাড়ার টাকা মেটানো হয়নি, ফলে বকেয়া টাকার দাবি তো তোলা হয়েইছে, এছাড়াও নির্বাচনের কাজে ভাড়া বাড়ানোর দাবি করল বাস মালিকরা। এই বিষয়ে চিঠি দিল তারা কমিশনকে ।

বাস মালিকদের দাবি, আগে বেসরকারি বাসের ক্ষেত্রে প্রতিদিনের হিসেবে 1910 টাকা দেওয়া হয়। তা বাড়িয়ে 2500 টাকা করতে হবে। মিনিবাসের ক্ষেত্রে 1580 টাকার পরিবর্তে 2000 টাকা দিতে হবে। পাশাপাশি বাসের চালক ও কর্মীদের খোরাকি হিসেবে 170 টাকার পরিবর্তে প্রতিদিন 250 টাকা দিতে হবে। এছাড়াও বাসের রিকুইজিশনের সময়ে 90 শতাংশ ভাড়া মিটিয়ে দিতে হবে। নির্বাচন শেষ হলে গাড়িগুলি রিলিজ করার 15 দিনের মধ্যে বাকি টাকাটা মিটিয়ে দিতে হবে।

ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "কলকাতা দক্ষিণ ও উত্তরে গত নির্বাচনে যে বাস ও মিনিবাসগুলি নেওয়া হয়েছিল সেগুলির ক্ষেত্রে 50 শতাংশ টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগণার মালিকরা এখনও একটা টাকাও পাননি। আবার দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে 70 শতাংশ টাকা মেটানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে 90 শতাংশ ভাড়ার টাকা মেটানো হয়েছে। চলতি বছরের গোড়ার দিকে আরও বেশ কিছু মালিকদের পাওনা মোট টাকার কিছু অংশ দেওয়া হয়েছে। তাই আমরা ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করে আমাদের দাবিসহ চিঠি দিয়েছি। তাঁকে জানিয়েছি, বকেয়া টাকা না মেটানো হলে আমাদের পক্ষে আর বাস দেওয়া সম্ভব হবে না। তিনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি দেখবেন এবং দ্রুত মালিকপক্ষর সঙ্গে বৈঠক ডাকার কথাও বলেন।"

প্রদীপ নারায়ণ বসু আরও বলেন, "কোরোনা পরিস্থিতিতে টানা অনেকগুলো মাস আমাদের কোনও উপার্জন ছিল না। বাস মালিকরা তীব্র আর্থিক অসুবিধার মধ্যে দিন যাপন করেছিল। ফলে এই সময় বকেয়া টাকা হাতে পেলে অনেকটাই সাহায্য হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.