ETV Bharat / city

দিশাহীন বাজেট, জনসাধারণের হেঁশেলে টান পড়বে : মমতা

author img

By

Published : Jul 5, 2019, 7:30 PM IST

বাজেট 2019 সম্পূর্ণ দিশাহীন বলে টুইট করলেন মমতা । তিনি জানান, বাজেটের ফলে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে।

মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 5 জুলাই: বাজেট 2019 সম্পূর্ণ দিশাহীন । এই বাজেটের ফলে সাধারণ মানুষ আরও দুর্ভোগের শিকার হবেন । কেন্দ্রীয় বাজেট সম্পর্কে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার পর বিকেলে মুখ্যমন্ত্রী টুইট করেন । টুইটে তিনি লেখেন, 'বাজেট 2019 সম্পূর্ণ দিশাহীন । শুধু তাই নয়, সমস্ত লক্ষ্যই লাইনচ্যুত হয়ে গেছে।' আরও লেখেন, 'কেন্দ্রীয় বাজেটে পেট্রল-ডিজ়েলের ওপর সেস বসানোর পাশাপাশি অতিরিক্ত শুল্ক বা কর চাপানো হয়েছে । ফলে লিটার পিছু পেট্রলের দাম বেড়ে দাঁড়াবে 2 টাকা 50 পয়সা ও ডিজ়েলের দাম বেড়ে দাঁড়াবে 2টাকা 30 পয়সা ।'

আরও পড়ুন : বিনিয়োগ, কর্মসংস্থানের প্রসঙ্গ কোথায় ? বাজেট বিরোধিতায় এক সুর বিরোধীদের

বিশ্ববাজারে জ্বালানির দাম অনেকটাই কমেছে । আজ বাজেট পেশকালীন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পেট্রল-ডিজ়েলে অতিরিক্ত 1টাকা করে সেস বসানো হয়েছে । সেইসঙ্গে অতিরিক্ত আমদানি শুল্কও ধার্য করা হবে । এর ফলে টান পড়বে মধ্যবিত্তের পকেটে । সেই কথা মাথায় রেখেই মমতা বিকেলে টুইট করেন, 'এই দিশাহীন বাজেটের জেরে পরিবহন থেকে শুরু করে বাজার অর্থনীতি প্রভাবিত হবে । সাধারণ মধ্যবিত্ত মানুষের রান্নাঘরেও চাপ বাড়বে । বাজেটের ফলে সাধারণ মানুষ আরও বেশি করে নাকাল হবেন ।'


Indore (MP), July 05 (ANI): The Indore Municipal Corporation (IMC) demolished the building over which BJP MLA Akash Vijayvargiya had thrashed a municipal corporation officer with a cricket bat on June 26 on Friday. Bhure Lal, owner of the building, had approached the Madhya Pradesh High Court against demolition but the court refused to stay the process. However, the court had asked IMC to arrange temporary shelter for Lal for three months within two days.
Akash, son of BJP General Secretary Kailash Vijayvargiya and a first-time MLA, chased away an IMC officer, who was on an anti-encroachment drive, on June 26. A video of the dramatic incident showing the legislator beating up the officer with a cricket bat went viral across social media platforms, drawing criticism from the Opposition. Akash was arrested and later released from jail on bail and was garlanded by his supporters.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.