ETV Bharat / city

ব্ল্যাক ফাংগাস সন্দেহ, পরিষেবার অভাবে চিকিত্সা মিলছে না রোগীর

author img

By

Published : Jun 1, 2021, 6:20 PM IST

ব্ল্যাক ফাংগাস হয়েছে বলে সন্দেহ হওয়ার পর থেকেই রোগীকে ছেড়ে দিতে চাইছে নার্সিংহোম ৷ এ দিকে, মেডিক্যাল কলেজে বেডও পাওয়া যাচ্ছে না ৷ হয়রানির শিকার রোগীর পরিবার ৷

black-fungus-suspected-patient-finding-bed-at-north-bengal-medical-college
ব্ল্যাক ফাংগাস সন্দেহ, পরিষেবার অভাবে চিকিত্সা মিলছে না রোগীর

শিলিগুড়ি, 1 জুন : রোগী ব্ল্যাক ফাংগাসে সংক্রমিত বলে সন্দেহ হওয়ায় রোগীকে রাখতে নারাজ নার্সিংহোম ৷ তাঁর চিকিৎসার জন্য হাসপাতালে বেড জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে রোগীর পরিবারকে । চিকিৎসার জন্য কখনও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আবার কখনও শিলিগুড়ি পৌরনিগমের আধিকারিকদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন রোগীর মেয়ে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পৌরনিগমের 46 নম্বর ওয়ার্ড সংলগ্ন চম্পাসারি মিলনমোড়ের বাসিন্দা ওঙ্কারনাথ চৌধুরী সম্প্রতি করোনায় সংক্রমিত হয়েছিলেন । এরপর দীর্ঘ চিকিৎসার পর 20 মে করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে ওঠেন তিনি । এরপর 29 মে আচমকা তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে । তড়িঘড়ি তাঁকে শিলিগুড়ি সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় ।

তাঁর মুখে বেশ কয়েক জায়গায় কালো কালো ছোপ দেখতে পান চিকিৎসকেরা । এরপরই চিকিৎসকদের সন্দেহ হয়, ওই রোগী ব্ল্যাক ফাংগাসে সংক্রমিত হয়েছেন । এ দিকে, বিষয়টি নজরে আসতেই নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে দেয় । এ দিকে, রোগীর পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখতে বাধ্য হয় নার্সিংহোম কর্তৃপক্ষ । অভিযোগ, ভেন্টিলেটরে রাখলেও রোগীকে বারেবারে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে পরিজনকে চাপ দিতে শুরু করে নার্সিংহোম কর্তৃপক্ষ । কিন্তু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বেড না থাকায় রোগীর পরিজনদেরকে তিন দিন ধরে ঘুরিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে । এই অবস্থায় দ্রুত ওই রোগীর চিকিৎসা শুরু না হলে প্রাণ হারানোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন রোগীর পরিজনরা ।

আরও পড়ুন: সপ্তাহে 2-3 দিন ছুটি, রাতে 6-7 ঘণ্টা কাজ ; ডাক্তার-নার্সদের জন্য নয়া নির্দেশিকা

ব্ল্যাক ফাংগাস সন্দেহ, পরিষেবার অভাবে চিকিত্সাই মিলছে না রোগীর

ওঙ্কারনাথ চৌধুরীর মেয়ে তুষালি চৌধুরী বললেন, "নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের জানানো হয়েছে, বাবা হয়তো ব্ল্যাক ফাংগাসে সংক্রমিত হয়েছেন । সেখানে তাঁর কোনও রকম চিকিৎসা হচ্ছে না । সেই চিকিৎসার জন্য দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা প্রয়োজন । এ দিকে সেখানে বেড না থাকায় বাবাকে ভর্তি নেওয়া হচ্ছে না । হাসপাতালের সুপার থেকে শুরু করে প্রিন্সিপাল, এমনকী শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যদের কাছে আবেদন করা হয়েছে, যাতে তাঁরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি বেডের ব্যবস্থা করে দেন । তিন দিন হয়ে গেল এখনও আমার বাবা চিকিৎসা ছাড়াই লড়ে চলেছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.