ETV Bharat / city

BJP to move HC against Mukul : মুকুলের বিধায়ক পদ খারিজে ফের আদালতে যাবে বিজেপি, জানালেন শুভেন্দুর আইনজীবী

author img

By

Published : Jun 8, 2022, 9:27 PM IST

bjp-to-move-hc-against-mukul-roy-on-anti-defection-issue
BJP to move HC against Mukul : মুকুলের বিধায়ক পদ খারিজে ফের আদালতে যাবে বিজেপি, জানালেন শুভেন্দুর আইনজীবী

মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের মামলা বুধবার ফের খারিজ করে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷ তার পর এই নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে (BJP to move HC against Mukul Roy on Anti Defection Issue) ৷ এদিন কলকাতা হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে এমনই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ।

কলকাতা, 8 জুন : মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের দাবি সংক্রান্ত মামলা নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি (BJP to move HC against Mukul Roy on Anti Defection Issue) ৷ বুধবার এমনই ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । কারণ, মুকুল রায়ের দল বদলের অভিযোগ আজ ফের খারিজ করে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee) । মুকুল রায় বিজেপিতেই আছেন বলে রায় দিয়েছেন অধ্যক্ষ ।

মুকুলের বিধায়ক পদ খারিজে ফের আদালতে যাবে বিজেপি, জানালেন শুভেন্দুর আইনজীবী

উল্লেখ্য, 2021-এর বিধানসভা নির্বাচনের পরই তৃণমূল ভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূলে নাম লিখিয়েছিলেন মুকুল রায় (Mukul Roy) । তারপর তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যানও করা হয় । কিন্তু বিরোধী দলের অভিযোগ ছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ প্রথাগত ভাবে প্রাপ্য বিরোধী দলনেতার । সেই রীতি লঙ্ঘন করা হয়েছে ।

অধ্যক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের মামলা করেন বিজেপি নেতা অম্বিকা রায় । পরে মামলায় যুক্ত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Bengal Opposition Leader Suvendu Adhikari) । কিন্তু প্রথমে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট ঘুরে মামলাটি শেষ পর্যন্ত বিধানসভার অধ্যক্ষের কাছেই ফেরত গিয়েছিল ।

অন্যদিকে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগ প্রথম দফায় খারিজ করে দেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তার পর আদালতের অনুরোধে ফের শুনানি করেন ৷ কিন্তু বুধবার তিনি প্রথম দফার রায়ই বহাল রাখেন ৷ জানিয়ে দেন যে মুকুল রায় বিজেপিতেই আছেন৷ তাঁর দলত্যাগের অভিযোগ ভিত্তিহীন ৷

এই রায় জানার পর ফের আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু করল বিজেপি ৷ এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "আমরা ফের মহামান্য হাইকোর্টকে জানাব নির্দেশের কপি পাওয়ার পর । সত্য আমরা প্রমাণ করেই ছাড়ব ।"

আরও পড়ুন : Biman Dismisses Mukul Case : মুকুল বিজেপিরই বিধায়ক, দলত্যাগের অভিযোগ ফের খারিজ বিমানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.