ETV Bharat / city

BJP Poster Controversy : তৃণমূলকে জেতাতে আদি বিজেপির নামে পোস্টার শিলিগুড়িতে

author img

By

Published : Feb 9, 2022, 1:33 PM IST

আগামী শনিবার শিলিগুড়িতে পৌর নির্বাচন (Siliguri Municipal Corporation Election 2022) ৷ তার আগে তৃণমূলকে জেতাতে আদি বিজেপির নামে পোস্টার পড়ল এই শহরে (BJP Poster Controversy at Siliguri before Municipal Polls) ৷ যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷

bjp poster controversy at siliguri before municipal polls
BJP Poster Controversy : তৃণমূলকে জেতাতে আদি বিজেপির নামে পোস্টার শিলিগুড়িতে

শিলিগুড়ি, 9 ফেব্রুয়ারি : পৌর নির্বাচনের Siliguri Municipal Corporation Election 2022) আর তিনদিন মাত্র বাকি । তারই মাঝে শিলিগুড়িতে ফের একবার পোস্টার বিতর্ককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল (BJP Poster Controversy at Siliguri before Municipal Polls) । বুধবার সকালে শহরের রাজপথ-সহ একাধিক জায়গায় আদি বিজেপির নামে পোস্টারের দেখা পাওয়া গেল । যাতে লেখা, ‘আদি বিজেপি দিচ্ছে ডাক, শিলিগুড়িতে দিদি থাক‘ এবং ‘গদ্দার হটাও বিজেপি বাঁচাও‘ ।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ী ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি দিয়ে ওই পোস্টার লাগানো হয়েছে । ঘটনায় শাসকদলের বিরুদ্ধে ওই ধরনের পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ।

এদিকে শহরে প্রচারে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । এরই মাঝে এই ধরনের পোস্টারে কিছুটা হলেও অস্বস্তিতে গেরুয়া শিবির । এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁর কথায়, ‘‘বিভাজন দিয়ে রাজনীতি হয় না ৷ এসব করে ওরা নিজেরাই অস্তিত্বহীন হয়ে যাবে৷ এদের মধ্যে লড়াই থাকবে৷ দল ভেঙে যাবে৷ বিজেবি অপ্রাসঙ্গিক হয়ে যাবে ৷‘‘

তৃণমূলকে জেতাতে আদি বিজেপির নামে পোস্টার শিলিগুড়িতে

বিধায়ক তথা শিলিগুড়ি পৌরনিগমে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, "এটা শাসকদলের নতুন যাত্রাপালা । এটা পুলিশের তদন্ত করে দেখা উচিত । আদি বিজেপি কর্মীদের মেরুদণ্ড এতটাও ভেঙে যায়নি যে এই ধরনের পোস্টার তাঁরা দেবেন ।" অন্যদিকে, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, "এসব চালাকির এখন কোনও জায়গা নেই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশের মুখ । আর এসব তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয় ।"

আরও পড়ুন : SMC Election 2022 : রাজ্য চাইলেও শিলিগুড়ির উন্নয়ন করতে দেয়নি আগের পৌরবোর্ড, তোপ ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.