ETV Bharat / city

BJP Nabanna Abhijan পিছিয়ে গেল কর্মসূচি, 7 এর বদলে 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান

author img

By

Published : Aug 22, 2022, 7:23 PM IST

Updated : Aug 22, 2022, 7:55 PM IST

রাজ্যে নিয়োগসহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) ঘোষণা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ 7 সেপ্টেম্বরের পরিবর্তে এই কর্মসূচি হবে 13 সেপ্টেম্বর (BJP Nabanna Abhijan will be held on 13 september) ৷

Nabanna Abhijan by BJP
ETV Bharat

কলকাতা, 22 অগস্ট: পিছিয়ে গেল বঙ্গ বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan)। আগামী 7 সেপ্টেম্বর নবান্ন ঘেরাও করার যে কর্মসূচি পদ্ম শিবির নিয়েছিল তা 13 সেপ্টেম্বর হবে বলে দলের তরফে জানানো হয়েছে ৷ বিজেপি'র পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু 7 তারিখ আদিবাসীদের করম পুজো রয়েছে, তাই এই কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (BJP Nabanna Abhijan will be held on 13 september) ৷

উল্লেখ্য, রাজ্যে নিয়োগ-সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিল রাজ্য বিজেপি ৷ গত 12 অগস্ট এই কর্মসূচির ঘোষণা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জুলাই মাসে ইডি'র হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ অন্যদিকে, চলতি মাসে গরুপাচার মামলায় সিবিআই'য়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তারপরেই দুর্নীতি ইস্যুকে সামনে রাখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি ৷

আরও পড়ুন: লরির সঙ্গে সংঘর্ষ, ফের দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়

অন্যদিকে, সিবিআই নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যেই অনড় রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ রবিবার বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ বলেন, "গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআইয়ের (CBI) সঙ্গে সেটিং করা হয়েছিল । অর্থমন্ত্রক (Ministry of Finance) সেটা বুঝতে পেরে ইডি (ED)-কে পাঠিয়েছে ৷ যারা সেটিং করেছিল, তারা এখন বলছে ইডি কেন ? তবে এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে । তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে । সকলেই বিক্রি হয় । কেউ লক্ষে কেউ কোটি, কেউ 100 কোটিতে বিক্রি হন। এইভাবে সিবিআই আধিকারিকরা বিক্রি হচ্ছিলেন । এটা সরকার বুঝতে পেরেছে । তাই অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে । তারপর এখানে কাজ শুরু হয়েছে ।"

তবে তাঁর এই মন্তব্যের জন্য বঙ্গ বিজেপি'তে অস্বস্তি তৈরি হলেও নিজের বক্তব্যেই অনড় রয়েছেন দিলীপ ঘোষ ৷ তাঁর সাফাই, তিনি দেখেছেন এরাজ্যে কীভাবে বিজেপি নেতা-কর্মীদের খুন করা হয়েছে ৷ এই মন্তব্যের জন্য তাঁর কাছ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব কোনও রিপোর্ট তলব করেনি বলেও দাবি করেছেন দিলীপ ঘোষ ৷

Last Updated : Aug 22, 2022, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.