ETV Bharat / city

BJP Rally To Mamata Residence আগামিকাল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিলের ঘোষণা বিজেপির মহিলা মোর্চার

author img

By

Published : Aug 25, 2022, 6:17 PM IST

Updated : Aug 25, 2022, 7:19 PM IST

BJP Mahila Morcha announced march to Mamata Banerjee Residence tomorrow
BJP Rally To Mamata Residence আগামিকাল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিলের ঘোষণা বিজেপির মহিলা মোর্চার

নারকেলডাঙা কাণ্ড (Narkeldanga Incident)-সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ আগামিকাল শুক্রবার ওই কর্মসূচি শুরু হবে কলকাতার হাজরা মোড় থেকে ৷ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বাড়ি পর্যন্ত ওই মিছিল যাবে বলে মহিলা মোর্চার তরফে জানানো হয়েছে ৷

কলকাতা, 25 অগস্ট : দিন কয়েক আগে কলকাতার নারকেলডাঙায় এক অন্তঃসত্ত্বাকে মারধর করার অভিযোগ উঠেছিল (Narkeldanga Incident) ৷ এই ঘটনা নিয়ে এবার সুর চড়ানোর পরিকল্পনা করেছে বিজেপি (BJP) ৷ বৃহস্পতিবার বিজেপির মহিলা মোর্চার তরফে জানানো হয়েছে, এই ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বাড়ি পর্যন্ত মিছিল করা হবে ৷ আগামিকাল, শুক্রবারই ওই কর্মসূচি করতে চলেছে বিজেপির মহিলা সংগঠন (BJP Mahila Morcha) ৷

এদিন বিজেপির দফতরে সাংবাদিক বৈঠক করেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী ৷ তিনি এদিন জানান, আগামিকাল হাজরা মোড় থেকে ওই মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা ৷ সেই মিছিল যাবে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত (Mamata Banerjee Residence) ৷ সেখানে নারকেলডাঙার ঘটনার প্রতিবাদ করা হবে ৷ পাশাপাশি আরও একাধিক ইস্যুতে সরব হবে গেরুয়া শিবির ৷

সাংবাদিক বৈঠকে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী

প্রসঙ্গত, প্রোমোটারি সংক্রান্ত গোলমালকে কেন্দ্র করে দিন কয়েক আগে কলকাতার নারকেলডাঙায় ওই গোলমাল হয় ৷ একটি পরিবারের বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই সময়ই বাড়ির এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় তৃণমূল নেতাদের অনুগামীরা জড়িত বলে অভিযোগ ওঠে ৷ তবে তৃণমূল (Trinamool Congress) সেই সময় অভিযোগ অস্বীকার করেছিল ৷

আরও পড়ুন : মিডিয়া ট্রায়ালের সুযোগ দেবেন না, বিচারপতিদের অনুরোধ মমতার

Last Updated :Aug 25, 2022, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.