ETV Bharat / city

Governor on Post poll violence: ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারকে নিয়ে রাজভবনে শুভেন্দু, রাজ্যকে বিঁধলেন ধনকড়

author img

By

Published : May 11, 2022, 10:20 AM IST

Updated : May 11, 2022, 11:13 AM IST

BJP leaders meet Governor Jagdeep Dhankhar with families of Post poll violence Victims
ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারকে নিয়ে রাজভবনে শুভেন্দু, রাজ্যকে বিঁধলেন ধনকড়

ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারকে (families of Post poll violence Victims) নিয়ে রাজভবনে গেলেন বিজেপি নেতারা (Governor on Post poll violence)৷ সেখানেই রাজ্যপাল জগদীপ ধনকড় ফের একহাত নিলেন রাজ্য সরকারকে (BJP leaders meet Governor Jagdeep Dhankhar)৷

কলকাতা, 11 মে: ভোট পরবর্তী হিংসায় (Bengal Post Poll Violence) মৃতদের পরিবারকে রাজভবনে নিয়ে গিয়ে বেনজির দরবার করল বিজেপি ৷ এই প্রসঙ্গে ফের রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁর অভিযোগ, বাংলায় ভেদাভেদের রাজনীতি চলছে ৷ রামপুরহাটে আর্থিক সহযোগিতা দেওয়া হলেও, কেন ভোট পরবর্তী হিংসায় মৃতদের কোনও সাহায্য করা হয়নি, সেই প্রশ্ন তোলেন ধনকড় (Governor on Post poll violence)৷

ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিজনকে (families of Post poll violence Victims) নিয়ে মঙ্গলবার রাজভবনে যায় বিজেপি । রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধরনা মঞ্চ থেকে ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিজনকে নিয়ে মিছিল করে রাজভবনে যান বিজেপি নেতারা । ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরা দেখা করেন রাজ্যপালের সঙ্গে । রাজ্যপালকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় । বিজেপি নেতাদের পাশে দাঁড়িয়ে কড়া মন্তব্যে রাজ্য সরকারকে ফের বিঁধলেন ধনকড় । মুখ্যমন্ত্রীকে দলগত রাজনীতির ঊর্ধ্বে ওঠার পরামর্শ দেন তিনি । (BJP leaders meet Governor Jagdeep Dhankhar)।

BJP leaders meet Governor Jagdeep Dhankhar with families of Post poll violence Victims
রাজভবনে ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবার

আরও পড়ুন: Rape charge against Sheikh Sufiyan: ভোট-পরবর্তী হিংসায় শেখ সুফিয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

জগদীপ ধনকড় এ দিন বলেন, রামপুরহাটের ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষতিগ্রস্তদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হল । কিন্তু রাজ্যের অন্যান্য প্রান্তে নিপীড়িতরা কোনও সাহায্য পাচ্ছেন না । দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে । বাংলায় ভেদাভেদের রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন রাজ্যপাল ।

রাজভবনে ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবার

এ দিন ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন ধনকড় । মৃতদের পরিবার যাতে সুবিচার পায়, সে জন্য তিনি নিজে এ ব্যাপারে হস্তক্ষেপ করবেন বলেও আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ৷

Last Updated :May 11, 2022, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.