ETV Bharat / city

BJPs FIR Against Aparna Sen : বিএসএফ নিয়ে অপর্ণার মন্তব্যে আপত্তি, এফআইআর বিজেপির

author img

By

Published : Jan 17, 2022, 8:12 PM IST

বিএসএফের ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছিলেন অভিনেত্রী অপর্ণা সেন ৷ তিনি বিএসএফকে খুনি-ধর্ষক বলেন বলে অভিযোগ ৷ তাই তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল বিজেপি (Actress Arpana Sen Remarks on BSF) ৷

bjp files police complain against aparna sen on her bsf remarks
BJPs FIR Against Aparna Sen : বিএসএফ নিয়ে অপর্ণার মন্তব্যে আপত্তি, এফআইআর বিজেপির

কলকাতা, 17 জানুয়ারি : অভিনেত্রী অপর্ণা সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায় ৷ এফআইআর করলেন বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি কল্যাণ চৌবে (BJP files police complaint against Aparna Sen on her BSF remarks) ৷ বিএসএফকে ‘খুনি’-‘ধর্ষক’ বলার অভিযোগের সুরাহা চেয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন বিজেপির কল্যাণ ৷

যদিও অপর্ণা সেনের এই মন্তব্যটি পুরনো ৷ গত 16 নভেম্বর ওই মন্তব্য করেছিলেন অপর্ণা সেন ৷ সেই নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ কিন্তু প্রশ্ন উঠছে, কেন অপর্ণা সেন এমন একটি মন্তব্য করেছিলেন ? আর কেনই বা বিজেপি প্রায় দু’মাস পর এই নিয়ে পুলিশের দ্বারস্থ হল ?

অপর্ণা সেনের এই মন্তব্য যখন করেন, তখন সারা দেশে বিএসএফের কাজের সীমা বৃদ্ধি বিতর্ক চলছে ৷ পঞ্জাবের কংগ্রেস সরকার এই নিয়ে আপত্তি তোলে ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আপত্তি তুলেছিলেন ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই নিয়ে চিঠিও লেখেন ৷ সেই সময় এক সাংবাদিক বৈঠকে বিএসএফের কাজের সীমা বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন অপর্ণা ৷ তখনই ওই মন্তব্য করেন বলে অভিযোগ ৷

কল্যাণ চৌবের দাবি, সেই সময় কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল দলের তরফে ৷ অপর্ণা সেনকে ওই মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে বলা হয়েছিল ৷ কিন্তু তেমন কিছু না হওয়ায় পুলিশের দ্বারস্থ হলেন তিনি ৷

সোমবার উল্টোডাঙা থানায় গিয়ে অপর্ণা সেনের বিরুদ্ধে বিএসএফকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । অভিযোগপত্রের প্রতিলিপি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়কেও ।

আরও পড়ুন : Mukul Roy MLA Disqualification : মুকুলের বিধায়ক পদ খারিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ, আশা আদালতের

অভিযোগকারী বিজেপি নেতা কল্যাণ চৌবে জানান, নিয়ম মেনে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন । আইন অনুযায়ী কলকাতা পুলিশ অপর্ণা সেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.