ETV Bharat / city

BJP: নবান্ন অভিযানের দিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিজেপির কেন্দ্রীয় কমিটি

author img

By

Published : Sep 24, 2022, 8:44 PM IST

bjp fact finding committee submits their report to jp nadda on nabanna abhijan
BJP: নবান্ন অভিযানের দিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিজেপির কেন্দ্রীয় কমিটি

নবান্ন অভিযানে (Nabanna Abhijan) বিজেপির তরফে পুলিশি অত্যাচারের অভিযোগ তোলা হয় ৷ খতিয়ে দেখতে কমিটি (BJP Fact Finding Committee) গড়েন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) ৷ সব খতিয়ে দেখে শনিবার নাড্ডার কাছে 25 পাতার রিপোর্ট জমা দিয়েছে ৷

কলকাতা, 24 সেপ্টেম্বর : নবান্ন অভিযান (Nabanna Abhijan) নিয়ে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি (BJP Fact Finding Committee) জমা দিল তাদের রিপোর্ট । নবান্ন অভিযানে গেরুয়া শিবিরের একাধিক কর্মী ও সমর্থকদের উপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ আনে গেরুয়া শিবির ।

তাই সম্প্রতি বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) নির্দেশে পাঁচ সদস্যের যে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল তারা প্রায় 25 পাতার রিপোর্ট জমা দিল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি । সভাপতি জে পি নাড্ডার কাছে আজ বিকেল সাড়ে চারটে নাগাদ তারা রিপোর্ট জমা দিল । তথ্য ছাড়াও রিপোর্টে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সংগৃহীত একাধিক ছবিও রয়েছে ।

গত 17 সেপ্টেম্বর বাংলায় আসেন কমিটির সদস্যরা । আসলে কী হয়েছিল মিছিলে ওই দিন, এইসব খতিয়ে দেখতেই বিভিন্ন জায়গায় যায় এই দল । এমনকি যে তিন জায়গা থেকে ওইদিন মিছিল শুরু হয়েছিল এবং মিছিল ঘিরে অশান্তির জায়গাগুলিতে গিয়ে অনুসন্ধান করে কমিটি । তার পর রিপোর্ট তৈরি করে নাড্ডার কাছে পেশ করে ৷

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওইদিন নবান্ন অভিযানে আহত হয়েছিলেন প্রায় 750 জনেরও বেশি বিজেপি কর্মী সমর্থক । এঁদের মধ্যে অনেককেই হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয় । মিছিলে যোগ দিতে আসার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 550 জন কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ । এদের মধ্যে 60 জন এখনও পুলিশি হেফাজতে রয়েছেন । 45 জনের কোনও খোঁজ নেই ৷

রিপোর্ট অনুসারে, নবান্ন অভিযানকে ঘিরে গত 13 সেপ্টেম্বর বিজেপির কর্মীদের উপর হামলা চালানো হয় । সূত্রে খবর, কমিটি তাদের রিপোর্টে এই গোটা ঘটনায় সিবিআই ও জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তেরও দাবি জানিয়েছে । পাশাপাশি রিপোর্টে ওইদিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । রিপোর্টে কলকাতা পুলিশের আহত অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিত চট্টোপাধ্যায়কে দেখতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্যের কথাও উল্লেখ করা হয়েছে ।

আরও পড়ুন : এত টাকা একসঙ্গে কখনও দেখিনি, পার্থর ‘অর্থের পাহাড়’ নিয়ে কটাক্ষ মিঠুনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.