ETV Bharat / city

অধ্যক্ষের ঘরে তিন মিনিটে শেষ মুকুল-শুনানি, আদালতে যাচ্ছে বিজেপি

author img

By

Published : Jul 16, 2021, 3:02 PM IST

Updated : Jul 16, 2021, 8:32 PM IST

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে আজ প্রথম শুনানি করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তিন মিনিটেই সেই শুনানি শেষ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ বিজেপি ৷ তাঁরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

bjp decides to move court for justice after mukul roy defection hearing ends in three minutes
অধ্যক্ষের ঘরে তিন মিনিটেই শেষ মুকুল-শুনানি, আদালতে যাচ্ছে বিজেপি

কলকাতা, 16 জুলাই : মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ নিয়ে শুনানি তিন মিনিটেই শেষ হয়ে গেল ৷ আজ, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) এই শুনানি হয় ৷ দুপুর 2টোয় শুনানি শুরু হওয়ার কথা ছিল ৷ সেই মতো পৌঁছে যান বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কিন্তু মাত্র তিন মিনিটেই শুনানি শেষ হয়ে যায় বলে বিধানসভা সূত্রে খবর ৷

বিধানসভার ওই সূত্র থেকে জানা গিয়েছে যে আগামী 30 জুলাই ফের শুনানির দিন ধার্য করেছেন অধ্যক্ষ ৷ কারণ, তাঁর এই বিষয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করার আছে ৷

আরও পড়ুন : বঙ্গে রাজ্যসভার উপনির্বাচন ঘোষণা করল কমিশন, ভোট 9 অগস্ট

তাই তারা এই ইস্যুতে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ৷ বিজেপির (BJP) একটি সূত্র জানাচ্ছে যে আগামী 30 জুলাইয়ের আগেই তারা এই ইস্যুতে আদালতের দ্বারস্থ হবে ৷ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে দায়ের করা হবে 46 পাতার পিটিশন ৷ একই পিটিশন অধ্যক্ষের কাছেও জমা দিয়েছে বিজেপি ৷

এদিন শুনানি শেষে বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী জানান, গত দশ বছরে পশ্চিমবঙ্গে অন্তত 50টি দলবদল হয়েছে ৷ তার পরও এখানে দলত্যাগ বিরোধী আইন (Anti Defection Law) কার্যকর হয়নি ৷ রাজ্যসভার নির্বাচনে প্রকাশ্যে ক্রস ভোটিং হওয়ার পরও এই আইন কার্যকর করা হয়নি ৷

আরও পড়ুন : বঙ্গে রাজ্যসভার উপনির্বাচন ঘোষণা করল কমিশন, ভোট 9 অগস্ট

তাই তিনি জানিয়েছেন যে এই নিয়ে বিজেপি এবার আইনের আশ্রয় নিতে চলেছেন ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করা হবে ৷ সেখানে মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের সমস্ত অডিয়ো, ভিডিয়ো, টুইটার সংক্রান্ত সমস্ত তথ্যপ্রমাণ পেশ করা হবে ৷ আদালতের কাছে বিজেপি দলত্যাগ বিরোধী আইন শুনানি নির্দিষ্ট সময়ের মধ্যে করার আবেদন করা হবে বলে নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক জানিয়েছেন ৷

প্রসঙ্গত, গতবার গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাসের দলত্যাগ নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ জমা পড়েছিল ৷ সেই নিয়ে 23বার শুনানি হয় ৷ কিন্তু কোনও নিষ্পত্তি হয়নি ৷ এদিন সেই প্রসঙ্গও তুলেছেন ৷ আর সেই কারণেই যে দলত্যাগ বিরোধী আইন কার্যকরে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া উচিত বলে মনে করেন শুভেন্দু ৷

আরও পড়ুন : দলত্যাগ বিরোধী আইনে শিশির-সুনীলকে চিঠি লোকসভার সচিবালয়ের

মুকুল রায় বিজেপি বিধায়ক হিসেবে ভোটে জিতেছেন ৷ তার পর তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছেন ৷ তাই দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজ হওয়া উচিত ৷ সেই কারণে অধ্যক্ষের কাছে আবেদন করে বিজেপি ৷ আজ ছিল শুনানির প্রথম দিন ৷ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 30 জুলাই ৷ কিন্তু বিজেপি যদি আদালতে যায়, তাহলে কি অধ্যক্ষের উপর তারা আস্থা হারিয়ে ফেলল ৷ এই নিয়ে শুভেন্দুর বক্তব্য, অধ্যক্ষের পরবর্তী শুনানিতে তিনি আসবেন ৷ তাঁরা চান এই বিষয়ে যাতে সময় নষ্ট না হয় ৷

Last Updated : Jul 16, 2021, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.