ETV Bharat / city

Left-Congress Alliance : জোট ভাঙার কথা কখনও বলিনি, কংগ্রেসকে কৌশলী বার্তা বিমানের

author img

By

Published : Sep 15, 2021, 5:22 PM IST

biman-basu-reaction-on-future-of-left-congress-alliance
Left-Congress Alliance : জোট ভাঙার কথা কখনও বলিনি, কংগ্রেসকে কৌশলী বার্তা বিমানের

2016 সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট ভোটের ময়দানে সাফল্য পায়নি ৷ তার পর বামেদের ঘাড়ে দায় চাপিয়ে জোট ভেঙেছিল বিধানভবন ৷ এবার তাই আগে থেকেই সতর্ক সিপিএম ৷

কলকাতা, 15 সেপ্টেম্বর : 2016 সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট ভোটের ময়দানে সাফল্য পায়নি ৷ তার পর বামেদের ঘাড়ে দায় চাপিয়ে জোট ভেঙেছিল বিধানভবন ৷ এবার সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না সিপিএম ৷ তাই আগামী 30 সেপ্টেম্বরের ভোটের পরিস্থিতিকে সামনে রেখেই তারা মানুষের কাছে স্পষ্ট করতে চায় যে 2021 সালে বাম-কংগ্রেস জোট ভাঙার দায় তাদের নয় ৷ সেই কারণে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বললেন, "আমরা জোট ভাঙার কথা কখনও বলিনি ।’’

আরও পড়ুন : Calcutta Highcourt : দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয়, ডিলারদের আবেদন খারিজ করল হাইকোর্ট

মুজফ্ফর আহমেদ ভবনের এই নেতা কেন এই কথা বলছেন ? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে ৷ এর উত্তর খুঁজতে গিয়ে উঠে আসছে ভবানীপুরের উপ-নির্বাচন এবং জঙ্গিপুর ও সামসেরগঞ্জের নির্বাচনের প্রসঙ্গ ৷

ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সবদিক থেকেই তিনি এগিয়ে ৷ তার পরও ভবানীপুরে প্রার্থী দিয়েছে সিপিএম ৷ কিন্তু মমতাকে কিছুটা হলেও জমি ছেড়ে দেওয়ার জন্যই কংগ্রেস প্রার্থী দেয়নি বলে অভিযোগ উঠছে ৷ অন্যদিকে মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ এই পরিস্থিতিতে সামশেরগঞ্জে কংগ্রেস যাঁকে প্রার্থী করেছিল, তিনি নিজেই সরে গিয়েছেন ৷

আরও পড়ুন : By-Election : ভবানীপুরে ভোট বিমুখ জনতাকে বুথমুখী করতে নয়া কৌশল নিচ্ছে তৃণমূল

এর আগে 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে জোট করেছিল বাম-কংগ্রেস ৷ কিন্তু 2019 সালে লোকসভা নির্বাচনের আগে সেই জোট ফলপ্রসূ হয়নি ৷ 42টির মধ্যে মাত্র 2টি আসনকে কেন্দ্র করে বিবাদের জেরে জোট ভেস্তে যায় ৷ এবার 2021-এর বিধানসভা নির্বাচনে জোট হয়েছিল ৷ সেই জোটে বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকীরাও ছিলেন ৷ কিন্তু ভোটের ময়দান থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে বিমান-অধীরদের ৷ একটি আসন নিয়ে বিধানসভায় জায়গা পেয়েছেন জোটের একমাত্র সদস্য আব্বাসের ভাই নওশাদ সিদ্দিকী ৷

যদিও আব্বাসদের জোটে নেওয়া নিয়ে বিবাদ আগে থেকেই ছিল ৷ নারাজ ছিল কংগ্রেস ৷ ব্রিগেডের মঞ্চে আব্বাসের উপস্থিতি ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য থামিয়ে দেওয়া নিয়ে প্রকাশ্যে বিবাদ হয়েছিল ৷ সেই বিবাদ ভোটের হারের পর আরও বেড়েছে ৷ 2024-এর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে, তত ওই বিবাদ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তাতে জোটে ফাটল ধরার প্রবল সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : By Election : তিন বিধানসভা কেন্দ্রে থাকছে 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সেটা আন্দাজ করতে পেরেই সম্ভবত বিমান বসুরা বারবার স্পষ্ট করছেন যে কংগ্রেসের সঙ্গে জোট রেখেই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে । তাছাড়া সামশেরগঞ্জে দলের প্রার্থী সরে দাঁড়ালেও হাত চিহ্নে ছাপ দেওয়ার জন্য চাপ বাড়াচ্ছে তাঁরা । তার সঙ্গে বিমান বসু জানিয়েছেন, বিধানভবনের সঙ্গে সামশেরগঞ্জ নিয়ে কোনও কথা হয়নি তাঁদের ৷ কিন্তু তার পরও যে বাস্তব পরিস্থিতি ভিন্ন, সেটাও জানাতে ভোলেননি বিমান বসু ৷ এই নিয়ে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘তিনটি কেন্দ্রের নির্বাচন নিয়ে কংগ্রেসের অবস্থান রাজ্যের মানুষ দেখছে ৷’’

এদিকে আগামী 27 সেপ্টেম্বর সারা ভারত কৃষকসভার তরফে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে । বনধের সমর্থনে প্রচারও শুরু করেছে সিপিএম ৷ সেই কর্মসূচিতে কংগ্রেসের কী অবস্থান হয় বা অবিজেপি দলগুলোর অবস্থান কী হয়, সেই দিকেও নজর রয়েছে আলিমুদ্দিনের কান্ডারিদের ৷ তাছাড়া ত্রিপুরায় বিরোধী সিপিএমের উপর শাসক বিজেপির আক্রমণ নিয়ে তারা কী ভূমিকা নেয়, তাও দেখতে চায় বামেরা ।

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় এবার প্রভাবশালীদের নোটিস পাঠানোর পরিকল্পনা সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.