ETV Bharat / city

Covid Scare among Kolkata Police : করোনার কবলে বিধাননগর পুলিশ কমিশনার, আক্রান্ত ভবানীপুর থানার 24 জন পুলিশ কর্মী

author img

By

Published : Jan 6, 2022, 7:45 AM IST

Updated : Jan 6, 2022, 7:50 AM IST

কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হলেও রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ ৷ উদ্বেগ বাড়িয়ে তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন প্রথমসারির যোদ্ধারা ৷ ইতিমধ্যেই সংক্রমিত হয়েছেন কলকাতা পুলিশের একাংশ (Covid Scare among Kolkata Police) ৷

Covid Scare among Kolkata Police
করোনায় আক্রান্ত বিধাননগর পুলিশ কমিশনার

কলকাতা, 6 জানুয়ারি : করোনার থাবায় কাবু কলকাতা পুলিশ ৷ ইতিমধ্যেই কলকাতা পুলিশের 125 জনেরও বেশি পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে । লালবাজার সূত্রের খবর, ভবানীপুর থানার 24 জন পুলিশকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন । গোটা থানা চত্বর ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছে (Covid Scare among Kolkata Police)।

পাশাপাশি বাদ যায়নি বিধাননগর সিটি পুলিশও । জানা গিয়েছে, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন । বেশ কিছুদিন আগেই তাঁর মৃদু উপসর্গ ধরা পড়েছিল । তারপরেই করোনা পরীক্ষা করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে (Bidhannagar Police Commissioner Supratim Sarkar tests covid positive) । আপাতত তিনি বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন ৷ যে পুলিশকর্মীরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদেরকেও আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । বিধাননগর পুলিশ কমিশনারেটের মোট 9 জন পুলিশকর্মী এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ।

আরও পড়ুন : করোনায় কাবু কলকাতা পুলিশ, আক্রান্ত 121 জন কর্মী

কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল নির্দেশ দিয়েছেন, ডিউটিতে থাকলেও প্রত্যেক পুলিশকর্মীকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ আক্রান্তদের সংস্পর্শে আসা পুলিশকর্মীদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ।

Last Updated : Jan 6, 2022, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.