Bhabanipur By Election : ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা, সোমবার মনোনয়ন পেশ

author img

By

Published : Sep 12, 2021, 12:56 PM IST

Updated : Sep 12, 2021, 1:12 PM IST

Bhabanipur By Election Campaign by BJP candidate Priyanka Tibrewal on Sunday Morning
ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা, সোমবার মনোনয়ন জমা ()

রবিবার সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় প্রচারে ভাবনীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ হেভিওয়েট প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর হাতিয়ারি, রাজ্যে ভোট পরবর্তী হিংসা এবং মহিলাদের উপর অত্যাচার ৷ জানালেন বিজেপি প্রার্থী ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর : রবিবাসরীয় প্রচারে সকাল সকাল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে বিধানসভা উপনির্বাচনে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তাঁর বিপক্ষে প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, হেভিওয়েট মমতাকে নিয়ে ভাবতে নারাজ তিনি ৷ তাই নিজের ওজনের প্রসঙ্গে টেনে জানালেন, তাঁরও ওজন আছে ৷ তাই বিশেষজ্ঞরা তাঁকে হাঁটার পরামর্শ দিয়েছেন ৷ তবে, উপনির্বাচনের ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর হাতিয়ার হবে রাজ্যে ভোট পরবর্তী হিংসা এবং মহিলাদের উপর ধর্ষণ ও অত্যাচারের প্রতিবাদ ৷ এমনই জানালেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ৷ অন্যদিকে, আজ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে ভবানীপুরের বিশপ রোডে প্রচারে যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ সোমবার অর্থাৎ, আগামিকাল মনোনয়ন পেশ করবেন বিজেপি প্রার্থী ৷

এদিন প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেলওয়াল ৷ যেখানে বাংলায় ভোট পরবর্তী হিংসা, সন্ত্রাস নিয়ে রাজ্য সরকার তথা প্রশাসনের বিরুদ্ধে সরব হন তিনি ৷ জানালেন, বাংলাকে সংন্ত্রাস মুক্ত করা এবং বাঁচানোই তাঁর লক্ষ্য ৷ এই দায়িত্ব মুখ্যমন্ত্রীর ছিল ৷ কিন্তু, তিনি সেই কাজ ঠিক মতো করতে পারেননি বলে এদিন অভিযোগ করেছেন ৷ তিনি আরও অভিযোগ করেছেন, নির্বাচনের পর রাজ্যের মহিলাদের উপর ধর্ষণের মতো ঘটনা ঘটেছে ৷ বহু মানুষ ঘরছাড়া ৷ কিন্তু, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সে সব রোধ করতে ব্যর্থ হয়েছেন ৷

আরও পড়ুন : Bhabanipur By-Election : চাই রেকর্ড ব্যবধান, ভবানীপুরে অবাঙালি ভোটব্যাঙ্কে বাড়তি নজর তৃণমূলের

নিজের জয় নিয়ে আশাবাদী পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা ৷ রাজ্য ভোট পরবর্তী হিংসার ঘটনায় শাসকদলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা তিনিই লড়ছেন ৷ আর সেই লড়াইকে হাতিয়ার করেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্র থেকে জিতবেন বলে জানান ৷ তিনি বলেন, ‘‘আমার লড়াই ন্যায়ের পক্ষে ৷ জয় নিয়ে আমি পুরোপুরি আশাবাদী ৷ কারণ আমি মানুষের জন্য লড়াই করছি ৷ বিধানসভা নির্বাচনে খুনের খেলা খেলেছে ওরা ৷ এবারও যদি তাই করে, তাহলে গণতন্ত্রের কোনও মানেই হয় না ৷ এই সরকার খুনিদের সমর্থন করেছে ৷ এর প্রতিবাদে আওয়াজ তুলতে হবে ৷’’

আরও পড়ুন : Priyanka Tibrewal : কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা

অন্যদিকে, আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত শিক্ষক নেতা মইদুল ইসলামের পাশের দাঁড়ানোর কথাও এদিন বলতে শোনা গিয়েছে বিজেপি প্রার্থীকে ৷ তাঁর কথায়, প্রতিবাদী শিক্ষক মইদুলের পাশে বিজেপি দাঁড়াবে ৷ তিনি অভিযোগ করেছেন, ভবানীপুরের কোনও ওয়ার্ডে ভোট করতে দেওয়া হয় না ৷ শুধুমাত্র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট হয় ৷ বাকি ওয়ার্ডগুলিকে ভোট দিতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তিনি আরও অভিযোগ করেছেন, কোভিডের মধ্যেও নির্বাচন হচ্ছে ৷ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চান না ৷ পাশাপাশি, ফিরহাদ হাকিম তাঁকে বাচ্চা মেয়ে বলার জবাবও দিয়েছেন বিজেপি প্রার্থী ৷ প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘‘আগে তো চিনতেন না ৷ এখন বাচ্চা মেয়ে বলছেন ৷ আমি কে তা উনি ধীরে ধীরে চিনে যাবেন ৷’’

ভবানীপুর উপনির্বাচনে ইতিমধ্যে মনোনয়ন জমা করেছেন মমতা ৷ আগামীকাল বিজেপি প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দেবেন বলে আজ জানালেন প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুর স্লোগান, "বেকারত্ব ঘরে ঘরে, দিদি হারবে ভবানীপুরে"

Last Updated :Sep 12, 2021, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.