ETV Bharat / city

Partha Chatterjee Criticises Suvendu Adhikari : 'ব্ল্যাকবোর্ড নেবেন কেন ব্ল্যাকমানি নিয়েছেন', নাম না-করে শুভেন্দুকে জবাব পার্থ চট্টোপাধ্যায়ের

author img

By

Published : Jun 21, 2022, 11:02 PM IST

partha attacks suvendu
শুভেন্দুকে জবাব পার্থ চট্টোপাধ্যায়ের

শুভেন্দু অধিকারীকে মঙ্গলবার 'যোগানদার অধিকারী' বলে সম্বোধন করেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Criticises Suvendu Adhikari) ৷

কলকাতা, 21 জুন : "ট্রান্সফার বা চাকরি তো দূরের কথা, পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে একটা ব্ল্যাকবোর্ডও নিইনি ।" সোমবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । জানিয়েছিলেন, এমন অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন । মঙ্গলবার শুভেন্দুকে এর পালটা জবাব দিলেন পরিষদীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Criticises Suvendu Adhikari) ।

এদিন শুভেন্দু অধিকারীকে 'যোগানদার অধিকারী' বলে সম্বোধন করেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তারপর বলেন, "উনি ব্ল্যাকবোর্ড নেবেন কেন! ব্ল্যাকমানি নিয়েছেন ।" সোমবার বিধানসভায় নাম না-করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছিলেন, "মেদিনীপুরে চাকরি কে দিয়েছিল ? পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে গেল কি করে ? মন্দারমনির ছেলেদের চাকরি চলে গেলে কি হবে দাদামণি ?" এর পালটা বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন, 2013 সালে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হয়েছিলেন । তখন থেকে তিনি একটি ব্ল্যাকবোর্ডও চাননি প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছ থেকে । পার্থর কাছে কখনও চাকরি পাইয়ে দেওয়া বা বদলির আবেদন করেননি । চ্যালেঞ্জের সুরে শুভেন্দু অধিকারী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন, তাহলে রাজনীতি থেকে অবসর নেবেন তিনি ৷

আরও পড়ুন : মমতা সাধারণ ঘরের মেয়ে বলেই আচার্য বিলে বিজেপি'র বিরোধিতা, দাবি চন্দ্রিমার

এদিন বিধানসভায় দাঁড়িয়ে এর জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায় । রীতিমতো বিস্ফোরক অভিযোগ তাঁর । পার্থ বলেন, "ব্ল্যাকবোর্ড শিক্ষার জিনিস, তা নেবেন কেন, শুভেন্দু অধিকারী তো ব্ল্যাকমানি নিয়েছেন ।" সোমবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিলেন, তিনি না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন না । সিঙ্গুর আন্দোলনের সময় তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) তুলে এনে দ্বিতীয় হুগলি সেতুতে ছেড়ে দিয়ে গিয়েছিলেন । তিনি ছিলেন বলে নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল । তাঁর দেখানো পথেই নন্দীগ্রাম আন্দোলনকে সামনে রেখে সিঙ্গুরে গিয়ে টাটার কারখানা বন্ধ করে দিয়েছিল তৃণমূল ।

এসবের জবাব মঙ্গলবার বিধানসভায় দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "জোগানদাররা কখনও নেতৃত্বের জায়গায় আসতে পারেন না । তিনি হলেন জোগানদার অধিকারী, তিনি নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বলে যে দাবি করেন, তা ঠিক নয় । মমতা বন্দ্যোপাধ্যায় না-থাকলে অধিকারীদের কেউ চিনতেন না । মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই নন্দীগ্রাম আন্দোলন সঙ্ঘবদ্ধ হয়েছে এবং অধিকারীদের চিনেছেন মানুষ । মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আন্দোলনের এক ও অদ্বিতীয় মুখ । তাঁর নেতৃত্বে যেমন সিঙ্গুর আন্দোলন সঙ্ঘবদ্ধ হয়েছিল, তেমনই নন্দীগ্রামেও আন্দোলন হয়েছিল । মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সিঙ্গুর বা নন্দীগ্রামের আন্দোলন ওই পর্যায়ে পৌঁছত না । মমতার জন্যই তা সম্ভব হয়েছে ।"

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.