ETV Bharat / city

Omicron Scare : শিয়রে করোনার তৃতীয় ঢেউ, বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুত হতে নির্দেশ স্বাস্থ্য ভবনের

author img

By

Published : Dec 31, 2021, 5:10 PM IST

bengal health department directs private hospital to prepare for covid omicron wave
Omicron Scare : শিয়রে করোনার তৃতীয় ঢেউ, বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুত হতে নির্দেশ স্বাস্থ্য ভবন

স্বাস্থ্য দফতরের আশঙ্কা, আগামী সাত দিনের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ । সেই পরিস্থিতি সামাল দিতে শুরু হল আগাম প্রস্তুতি ৷ এই নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করল স্বাস্থ্য দফতর (bengal health department directs private hospital to prepare for covid omicron wave) ৷

কলকাতা, 31 ডিসেম্বর : যত সময় যাচ্ছে রাজ্যে বাড়ছে ওমিক্রন আতঙ্ক (Omicron Scare) । গত কয়েকদিন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ার পর নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর । শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে, আগামী সাত দিনের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ । এবার সেই অতিমারি সামাল দিতে এদিন রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন স্বাস্থ্য দফতরের কর্তারা । এই দিনের বৈঠকে ওমিক্রনের ফলে করোনা গ্রাফ বৃদ্ধি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন স্বাস্থ্য দফতরের কর্তারা । পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে আসন্ন সংকট মোকাবিলায় তৈরি থাকতেও বলেছেন তাঁরা (bengal health department directs private hospital to prepare for covid omicron wave) ৷

এদিন এই বৈঠকে স্বাস্থ্য দফতরের তরফ থেকে বেসরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে যে, পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো অর্থাৎ করোনা বেড, অক্সিজেনের সংস্থান, ওষুধ, পিপিই কিট, মাস্ক ও স্যানিটাইজারের সংস্থান রাখতে । এই দিনের বৈঠকে স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছে, শীঘ্রই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে । এই অবস্থায় জরুরি ভিত্তিতে কোভিড বেডের সংখ্যা বাড়াতে হবে । একই সঙ্গে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে প্রয়োজনীয় ওষুধও জরুরি ভিত্তিতে মজুত করার কথা বলা হয়েছে । এছাড়া কোভিড মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম পিপিই কিট, ভেন্টিলেটর, অক্সিজেন, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদিও সংস্থানের কথা বলা হয়েছে ।

আরও পড়ুন : West Bengal Corona : লাগামহীন সংক্রমণে রাজ্যে তৃতীয় ঢেউয়ের সংকেত, কলকাতায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা

একইসঙ্গে এদিন স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে যেখানে করোনা টেস্ট হচ্ছে, তার রিপোর্ট সেই দিনের মধ্যেই স্বাস্থ্য ভবনকে জানাতে হবে । মোটের উপর একদিকে পথে নেমে যেমন রাস্তায় পুলিশি সক্রিয়তা দেখা যাচ্ছে । রাজ্যে কোভিডের তৃতীয় রুখতে একই ভাবে সক্রিয় হল স্বাস্থ্য ভবনও । যদিও এখনও পর্যন্ত রাজ্য প্রশাসনের তরফ থেকে লকডাউন বা নাইট কার্ফুর কথা বলা হয়নি । তবে ধীরে ধীরে করোনা পরিস্থিতি মোকাবিলায় কোমর বাঁধছে রাজ্য সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.