ETV Bharat / city

Bus Service in Kolkata : তাপ, জ্বালানির জ্বালায় সরকারের ভরসা সিএনজি

author img

By

Published : Apr 26, 2022, 7:19 PM IST

জ্বালানি তেলের অগ্নিমূল্যের জেরে রাস্তায় বাস কমছে ৷ ফলে বেকাদায় পড়ছেন নিত্যযাত্রীরা ৷ তার পর তাপপ্রবাহ সেই ভোগান্তি বাড়িয়েছে আরও ৷ এই পরিস্থিতিতে নিত্যযাত্রীদের সমস্যার সমাধানে সরকারের ভরসা সিএনজি চালিত বাস (Bengal Government Wants to Start CNG Bus Service amid Fuel Price Hike) ৷

bengal-government-wants-to-start-cng-bus-service-amid-fuel-price-hike
Bus Service in Kolkata : তাপ, জ্বালানির জ্বালায় সরকারের ভরসা সিএনজি

কলকাতা, 26 এপ্রিল : কলকাতা জুড়ে তাপপ্রবাহ চলছে (Heatwave in Kolkata) । এই অবস্থায় রাস্তায় নেমে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের । গন্তব্যে পৌঁছতে তাঁদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা । তার কারণ পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price Hike) মূল্যবৃদ্ধির কারণে অনেক বেসরকারি বাস বসে গিয়েছে । সাধারণ মানুষের ভরসা যে সরকারি বাস, তাও উধাও শহরের রাস্তা থেকে ।

কিন্তু কেন এমন হল ? হঠাৎ করে কেনই বা মহানগরের বুক থেকে উধাও হয়ে যাচ্ছে সরকারি বাস ?

রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, জ্বালানি তেলের অগ্নিমূল্যই এর মূল কারণ । রাজ্য সরকার তেলের সংস্থান করতে না পারায় এই মুহূর্তে ডিপোতেই দাঁড়িয়ে থাকছে বহু বাস । মহানগরের বুকে সাধারণত 900 সরকারি বাস চলে প্রতিদিন । এর মধ্যে এসি, ইলেকট্রিক চালিত বাসও রয়েছে । কিন্তু প্রবল গরমের সময় কলকাতার রাস্তায় যেমন উধাও সাধারণ এসি বাস, তেমনই কমতে শুরু করেছে নন এসি লোকাল বাসও ।

রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে যে এখন সব মিলিয়ে কলকাতার রাস্তায় নামছে 570 টি বাস । এর মধ্যে বহু বাসের ক্ষেত্রে অভিযোগ একটি বা দু’টি ট্রিপ করার পর সেগুলি ডিপোয় গ্যারেজ করে দেওয়া হচ্ছে । ফলে বিকেলের পর থেকেই রাস্তায় কমছে সরকারি পরিবহণ । এ প্রসঙ্গে পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানিয়েছেন, এই মুহূর্তে সরকারি বাসের ক্ষেত্রে বেশকিছু বাস ডিপোতে মেরামত করা হচ্ছে । রক্ষণাবেক্ষণের কারণেই সেগুলি নামানো যাচ্ছে না । তবে দফতরের তরফে এটাও স্বীকার করে নেওয়া হয়েছে যে কলকাতার রাস্তায় সরকারি বাস কমে যাওয়ার পিছনে পেট্রল-ডিজেলের বেশি দামও দায়ী ।

পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Transport Minister Firhad Hakim) জানিয়েছেন, এই মুহূর্তে সরকারি বাস নিয়ে কিছু সমস্যা আছে । কিন্তু সরকার সেই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে । মূলত আগামী দিনে রাজ্য সরকারের তরফ থেকে আরও বেশি করে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস ও সিএনজি চালিত বাস চালানোর উপর জোর দেওয়া হচ্ছে । ইতিমধ্যেই এই বাসগুলির অর্ডার দিয়ে দিয়েছে রাজ্য সরকার । মনে করা হচ্ছে এইসব বাসগুলি চলে এলে সরকারি বাস নিয়ে সাধারণ মানুষের অভিযোগ করার জায়গা আর থাকবে না । খুব শীঘ্রই 500টি ইলেকট্রিক বাস এবং 383টি সিএনজি বাস চলে আসবে রাজ্য সরকারের হাতে । আর সেটা হাতে এলেই বাসের অভাবের এই অভিযোগ অনেকটাই কমবে ।

আরও পড়ুন : Meeting on Heat Wave at Nabanna : একাধিক জেলায় টানা তাপপ্রবাহে চিন্তিত নবান্ন, কাল সচিবপর্যায়ের বৈঠক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.