ETV Bharat / city

Hasina Invites Mamata: পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি শেখ হাসিনার

author img

By

Published : Jul 19, 2022, 9:50 PM IST

কয়েকদিন আগে পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে বাংলাদেশে (Bangladesh Padma Bridge) ৷ এবার ওই সেতু দেখতে যাওয়ার জন্য ওপার বাংলা থেকে আমন্ত্রণ এল এপার বাংলায় ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina Invites Mamata Banerjee to Visit Padma Bridge) ৷

Hasina Invites Mamata
Hasina Invites Mamata

কলকাতা, 19 জুলাই : সদ্য সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু (Bangladesh Padma Bridge) । এই সেতুকে কেন্দ্র করে বাংলাদেশে (Bangladesh) জনজীবনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে । সেই পদ্মা সেতু পরিদর্শনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) আমন্ত্রণ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina) । গত 12 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠি প্রকাশ্যে এসেছে আজ, মঙ্গলবার (Hasina Invites Mamata) । এই চিঠি থেকে জানা যাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদ্মা সেতু দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন (Bangladesh PM Sheikh Hasina Invites Mamata Banerjee to Visit Padma Bridge) । তবে নবান্নের তরফে আলাদা করে এই চিঠি সম্পর্কে কিছু বলা হয়নি ।

এমনিতে মমতা এবং শেখ হাসিনার সম্পর্ক খুব মধুর । শেষবার তাঁদের সাক্ষাৎ হয়েছিল ইডেন গার্ডেন্সে গোলাপি বলে টেস্ট (Eden Gardens Pink Ball Test) খেলার উদ্বোধনের অনুষ্ঠানে । এরপর আলাদা করেও বাংলাদেশের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেছিলেন মমতা । প্রতিবছরই কখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, কখনও এ রাজ্যের মুখ্যমন্ত্রী পরস্পরের মধ্যে কুশল আদান-প্রদান করেন । বাংলাদেশের প্রধানমন্ত্রী কখনও আম পাঠান, কখনও মমতাকে পাঠান ইলিশ । একই ভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কখনও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ রাজ্যের মিষ্টি, শাড়ি-সহ বিভিন্ন উপহার পাঠান আলাদা করে । মোটের উপর এই দুই রাজ নেতার সম্পর্ক বরাবরই দিদি এবং বোনের । এবার পদ্মা সেতুকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথোপকথন নতুন করে একটা সৌহার্দ্যের বার্তা নিয়ে এসেছে দুই দেশের মধ্যে ।

আরও পড়ুন: ঢাকা-কলকাতা আরও কাছাকাছি, বহু প্রতীক্ষিত পদ্মা সেতু খুলে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে লিখেছেন, ‘‘আপনি ইতিমধ্যেই জেনেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দেখানো পথে আত্মনির্ভরশীল সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গিয়েছে । এই সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তথা সমগ্র ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি । সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল ।’’

একই সঙ্গে এই চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে তিনি ভারতবর্ষে আসছেন । সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের অভিপ্রায় রয়েছে । সে ক্ষেত্রে তিনি আশা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সে সময় তাঁর দেখা হবে । একই সঙ্গে এই চিঠিতে দুই বাংলার দীর্ঘদিনের যে সুসম্পর্ক, সেকথা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী । তিনি লিখেছেন, ‘‘দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের উপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ়তর করতে একযোগে কাজ করার বিকল্প নেই ।’’

Bangladesh PM Sheikh Hasina Invites Mamata Banerjee to Visit Padma Bridge
মমতাকে লেখা হাসিনার চিঠি

প্রসঙ্গত, মমতা এবং শেখ হাসিনার সুসম্পর্কের কথা সর্বজনবিদিত । কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছিলেন । তারই প্রাপ্তি স্বীকার করে এবং কুশল বিনিময়ের কারণে পাল্টা চিঠি লিখেছিলেন মমতা । যতদূর জানা যাচ্ছে সেই চিঠির জবাবে বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে পদ্মা সেতু দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন সে দেশের প্রধানমন্ত্রী ।

যদিও নবান্ন সূত্রে খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে যে সাক্ষাতের ইচ্ছার কথা বলেছেন, সে সময় দিল্লি যাওয়ার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত কর্মসূচি নির্ধারিত হয়নি । তবে ওপার বাংলার শেখ হাসিনা আর এপার বাংলার মমতার যে আন্তরিক সম্পর্ক তা এই চিঠির মাধ্যমে আরও একবার প্রকাশ্যে এল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.