ETV Bharat / city

SSC SLST Candidates: 'আর কতদিন আমাদের এভাবে পথে পথে ঘুরতে হবে', মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন এসএলএসটি চাকরি প্রার্থীদের

author img

By

Published : Aug 1, 2022, 8:55 PM IST

SSC SLST Candidates demand
মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন এসএলএসটি চাকরি প্রার্থীদের

কোনও আইনি জটিলতা, তদন্ত না থাকলেও কেন তাঁদের নিয়োগ করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন শরীরশিক্ষা, কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা (SSC SLST Candidates) ৷

কলকাতা, 1 অগস্ট: দীর্ঘদিন ধরে তীব্র রোদ, ঝড়-জল উপেক্ষা করে চাকরির দাবিতে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন করে চলেছেন শরীরশিক্ষা, কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা (SSC SLST Candidates)। তৃণমূল ভবনেও গিয়েছিলেন তাঁরা ৷ আন্দোলনকারীদের দাবি, তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল মহাকরণে এসে কলকাতার মেয়র ও রাজ্যের পরিবহণ মন্ত্রী তাঁদের কথা শুনবেন । তাঁদের সমস্যার বা অভাব-অভিযোগ কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন তিনি ।

সেই মতো সোমবার স্মারকলিপি নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা ৷ কিন্তু হতাশ হয়েই ফিরতে হল তাঁদের ৷ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার মতো বিভিন্ন জেলা থেকে 10 জনের প্রতিনিধিদল এসেছিল এদিন । চাকরি প্রার্থীদের দাবি, মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতর থেকে এদিন তাঁদের জানানো হয়, মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আসায় এদিন তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে পারবেন না ৷

মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন এসএলএসটি চাকরি প্রার্থীদের

আরও পড়ুন: তৃণমূলের সাংগঠনিক জেলায় রদবদল, পার্থর অপসারণে বাড়ল অভিষেক 'ঘনিষ্ঠদের' গুরুত্ব

এ প্রসঙ্গে এদিন আন্দোলনকারীদের তরফে, শিবানী কুইতি বলেন, "আমরা তৃণমূল ভবনে গিয়েছিলাম দেখা করতে । উনি দেখা করে বলেন মহাকরণে আসতে । সেখানে সবটা শুনবেন, স্মারকলিপি নেবেন । নবান্নে আমাদের বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন ।" এরপরই কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এভাবে আর কতদিন আমরা পথে পথে ঘুরে বেরোব ? শরীরশিক্ষা, কর্মশিক্ষার শিক্ষক নিয়োগে কোনও আইনি জটিলতা নেই । সিবিআই তদন্ত নেই । তার পরেও এভাবে ঘুরতে হচ্ছে কেন ? আমাদের বেকার যন্ত্রণা থেকে মুক্তি দিন । আমরা প্রতিশ্রুতি চাই না, ফলশ্রুতি চাই । দ্রুত নিয়োগপত্র চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.