ETV Bharat / city

Anubrata Mondal জানা নেই আর মনে পড়ছে না, সিবিআইয়ের প্রশ্নে একই উত্তর অনুব্রতর মুখে

author img

By

Published : Aug 30, 2022, 6:33 PM IST

মঙ্গলবার আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেরা করলেন সিবিআইয়ের (CBI) গোয়েন্দারা ৷ সূত্রের খবর, কোনও প্রশ্নের উত্তর মেলেনি এই তৃণমূল (Trinamool Congress) নেতার কাছ থেকে ৷ সব প্রশ্নের উত্তরেই তিনি বলেছেন, ‘‘আমার জানা নেই ৷’’ অথবা ‘‘আমার মনে পড়ছে না ৷’’

Anubrata Mondal being questioned by CBI at Asansol Correctional Home
Anubrata Mondal জানা নেই আর মনে পড়ছে না, সিবিআইয়ের প্রশ্নে একই উত্তর অনুব্রতর মুখে

কলকাতা, 30 অগস্ট : সিবিআইকে (CBI) সব প্রশ্নের একই উত্তর দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ কখনও বললেন, ‘‘আমার জানা নেই ৷’’ আবার কখনও গোয়েন্দাদের তিনি বললেন, ‘‘আমার মনে পড়ছে না ৷’’ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো সূত্রে এমনই তথ্য পাওয়া গিয়েছে ৷

গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতার হয়ে এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷ আপাতত তাঁর ঠিকানা আসানসোল সংশোধনাগার (Asansol Correctional Home) ৷ এদিন সেখানে গিয়েই সিবিআই অনুব্রত মণ্ডলকে জেরা করে ৷ তখনই সিবিআইয়ের সব প্রশ্নের উত্তরে এই দু’টি বাক্যই তিনি বলেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, এদিন অনুব্রতর কাছে জানতে চাওয়া হয় যে কীভাবে এই বিপুল পরিমাণের সম্পত্তি তাঁর নামে হল ? রাইস মিল সহ একাধিক কোম্পানি কীভাবে তাঁর অধীনে এল ? কোটি কোটি টাকার সম্পত্তি কীভাবে করলেন তিনি ? অনুব্রত মণ্ডলের কাছ থেকে জানতে চাওয়া হয় যে এনামুল হকের সঙ্গে তিনি কেন কথা বলতেন ? কীভাবে 2014 সালের পর তাঁর একাধিক আত্মীয় এবং বেশ কয়েকজন ঘনিষ্ঠের আর্থিক উন্নতি দ্রুতগতিতে হল ? কোনও প্রশ্নের উত্তরে অনুব্রত কখনও বলেন, ‘‘আমার জানা নেই ৷’’ আবার কখনও অন্য প্রশ্নের উত্তরে গোয়েন্দাদের তিনি বললেন, ‘‘আমার মনে পড়ছে না ৷’’

পাশাপাশি ওই সংশোধনাগারে রয়েছেন অনুব্রতর এক সময়কার দেহরক্ষী সায়গল হোসেন । তিনিও গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন ৷ অনুব্রতকে গ্রেফতার করার অনেক আগেই তাঁকে ধরেছিল সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সূত্রের খবর, এদিন অনুব্রত এবং তাঁর প্রাক্তন দেহরক্ষীকে পৃথক পৃথকভাবে জেরা করা হয়েছে ।

আরও পড়ুন : সিবিআইকে বিব্রত করতে স্যর অনুব্রতর খোঁজ নিচ্ছেন সায়গল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.