ETV Bharat / city

Anubrata Mondal: বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করতে পারে সিবিআই

author img

By

Published : Aug 11, 2022, 5:39 PM IST

বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর (Bolpur doctor Chandranath Adhikari) বয়ান রেকর্ড করতে পারে সিবিআই ৷ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) স্বাস্থ্যপরীক্ষা নিয়ে তাঁকে কিছু প্রশ্ন করতে চান সিবিআই আধিকারিকরা ৷

Anubrata Mondal arrested: CBI may record statement of Bolpur doctor Chandranath Adhikari
বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করতে পারে সিবিআই

কলকাতা, 11 অগস্ট: কে তাঁকে বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়িতে জোর করে তাঁর চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন ? তিনি অনুব্রতকে সঠিক কী অবস্থায় দেখেছিলেন ? এই সব তথ্য জানার জন্য এ বার বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলে এ দিন তাঁর বয়ান রেকর্ড করতে পারে সিবিআই । নিজাম প্যালেস সূত্রে এমনটাই জানা গিয়েছে ।

গত সোমবার কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। তবে নিজাম প্যালেসে না গিয়ে সরাসরি তিনি চলে যান এসএসকেএম হাসপাতালে । সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন এসএসকেএম হাসপাতালে অনুব্রত মণ্ডলের জন্য গঠিত মেডিক্যাল টিমের সদস্যরা । কিন্তু তাঁকে পরীক্ষা করার পরেও তাঁর শরীরে সেই রকম ভাবে সাংঘাতিক কিছু খুঁজে পাননি চিকিৎসকরা ৷ তাঁকে ভর্তি না করেই এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হয়েছিল । এরপরে সরাসরি বোলপুরে গিয়ে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারের তরফ থেকে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে অনুব্রত মণ্ডলের বাড়িতে পাঠানো হয় ।

আরও পড়ুন: অনুব্রতর গ্রেফতারের পরই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চিকিৎসক চন্দ্রনাথ

প্রথম অবস্থায় চন্দ্রনাথ অধিকারী অনুব্রতকে দেখার পরে জানিয়েছিলেন তাঁর শরীরে বেশ কিছু জটিলতা রয়েছে ৷ তবে তার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের অবস্থান পরিবর্তন করে তিনি জানিয়ে দেন, তাঁকে একপ্রকার জোর করে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে অনুব্রতর বাড়িতে পাঠানো হয় এবং সাদা কাগজে ওষুধ প্রেসক্রাইব করতে বলা হয় । স্বাভাবিক ভাবেই এ বার বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সিবিআই-এর আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.