ETV Bharat / city

রাসবিহারীতে আরও একটি 25 শয্য়ার সেফ হোম

author img

By

Published : May 31, 2021, 4:59 PM IST

Updated : May 31, 2021, 8:54 PM IST

সোমবার দেবাশিস কুমার জানান, প্রত্যেক বেডে স্থায়ী পাইপ লাইনের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হবে । এছাড়াও 24 ঘণ্টা চিকিৎসকরা উপস্থিত থাকবেন । আগামী দিনে সেফ হোমে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে ।

Another 25 bed safe home in Rasbihari
Another 25 bed safe home in Rasbihari

কলকাতা, 31 মে: শহরে আরও একটি সেফ হোম । এদিন রাসবিহারী বিধানসভা কেন্দ্রে গড়িয়াহাটের বাসন্তী দেবী কলেজের পাশে নতুন সেফ হোমটি চালু হল । নয়া সেফ হোমে রয়েছে 25টি শয্যা । একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই সেফ হোমেটি পরিচালিত হবে বলে জানা গিয়েছে । 24 ঘণ্টা চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্স থাকবে এই সেফ হোমে । এদিন সেফ হোমটির উদ্বোধন করেন বিধায়ক ও কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ‌দেবাশিস কুমার, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ও অভিনেতা আবির চট্টোপাধ্যায় । ছিলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ও ৷

রাসবিহারীতে আরও একটি 25 শয্য়ার সেফ হোম

সোমবার দেবাশিস কুমার জানান, প্রত্যেক বেডে স্থায়ী পাইপ লাইনের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হবে । এছাড়াও 24 ঘণ্টা চিকিৎসকরা উপস্থিত থাকবেন । আগামী দিনে সেফ হোমে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে । এর আগে আরও চারটি সেফ হোম তৈরি করা হয়েছিল রাসবিহারী বিধানসভায় ৷ দেবাশিস কুমার বলেন, "আগামী দিনে আরও সেফ হোম তৈরি করা হবে । শুধু দক্ষিণ কলকাতার নয়, যে কোনও এলাকার মানুষ এই সেফ হোমগুলিতে থাকতে পারবেন । সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে । ওষুধ থেকে খাওয়া-দাওয়া সমস্ত কিছুই দেওয়া হবে এখানে ।"

আরও পড়ুন: কল্যাণীতে মিলল ব্ল্যাক ফাংগাস

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "অনেক এমন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে যার সদস্যরা করোনা আক্রান্ত হলে বাড়িতে আইসোলেশন থাকার মতো জায়গা পান না । এইসব মানুষ এই সেফ হোমগুলিতে থাকতে পারবে । এখানে শারীরিক অবস্থা অবনতি হলে হাসপাতালে ভর্তিরও ব্যবস্থা করা হবে ।"

অভিনেতা আবির চট্টোপাধ্যায় বলেন, "যাঁরা এই কাজগুলো করছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই ৷ মহামারি পরিস্থিতিতে আরও বেশি করে মানুষের এগিয়ে আসা উচিত ।"

Last Updated :May 31, 2021, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.