ETV Bharat / city

Dhankhar Writes Letter to Mamata : পেগাসাস কমিশনের তথ্য না পেয়ে ক্ষুব্ধ রাজ্যপাল, চিঠি মমতাকে

author img

By

Published : Dec 20, 2021, 5:31 PM IST

পেগাসাস তদন্তে কমিশন গড়ে পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তা না পেয়ে তিনি ক্ষুব্ধ ৷ তাই সোমবার এই নিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Dhankhar Writes Letter to Mamata) ৷

angry jagdeep dhankar writes letter to mamata banerjee on pegasus commission issue
Dhankhar Writes Letter to Mamata : পেগাসাস কমিশনের তথ্য না পেয়ে ক্ষুব্ধ রাজ্যপাল, চিঠি মমতাকে

কলকাতা, 20 ডিসেম্বর : পেগাসাস নিয়ে ফের সরব পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এবার টুইট করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি ৷ জানালেন, পেগাসাস নিয়ে তাঁকে কোনও তথ্য দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ তিনি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছেন (Dhankhar Writes Letter to Mamata) ৷

প্রসঙ্গত, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে কয়েক মাস আগে ৷ দেশের অধিকাংশ রাজনৈতিক দল এই ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারকেই কাঠগড়ায় তুলেছিল ৷ এর পর এই নিয়ে তদন্ত কমিশন গঠন করে পশ্চিমবঙ্গ সরকার ৷

সেই কমিশন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কয়েকদিন আগে তিনি এই নিয়ে চিঠি দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ৷ এই নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠান ৷ উত্তর দেওয়ার সময়সীমাও বেঁধে দেন ৷

কিন্তু সোমবার তাঁর অভিযোগ, এই নিয়ে কোনও তথ্যই তাঁকে রাজ্য সরকারের তরফে দেওয়া হয়নি ৷ তাঁর দাবি, আইন অনুযায়ী রাজ্য সরকার তাঁকে এই সংক্রান্ত তথ্য দিতে বাধ্য ৷ তাই এবার তিনি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (angry jagdeep dhankar writes letter to mamata banerjee on pegasus commission issue) ৷ মুখ্যসচিব তাঁকে এই সংক্রান্ত তথ্য দেয়নি বলে তিনি অভিযোগ করেছেন ওই চিঠিতে ৷

  • No communication #Pegasus Inquiry Commission @MamataOfficial was ever sent to Governor prior to Notification dated 26.07.2021. There could obviously be no formation of any opinion by Governor and there has been none as a matter of fact.

    Action ex facie not in accord with law.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Pegasus Inquiry Commission : আগামিকাল বিকেলের মধ্যে পেগাসাস তদন্ত কমিশনের নথি চাই, মুখ্যসচিবকে নির্দেশ রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.